Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে সিজলের কারখানাকে লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো ঃ মিষ্টি ও বেকারি সামগ্রী তৈরি প্রতিষ্ঠান সিজলের কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সম্প্রতি নগরীর আগ্রাবাদ মৌলভী পাড়ায় সিজলের কারখানা থেকে ২ মণ পুরনো শিরা ও এক মণ খাওয়ার অযোগ্য পচা মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কারখানায় দীর্ঘদিনের পুরনো ছত্রাক পড়ে যাওয়া, নোংরা শিরা ব্যবহার করে মিষ্টি তৈরি হচ্ছিল। অভিযান টের পেয়ে ৩ ড্রাম শিরা লুকিয়ে ফেলে কারখানার কর্মীরা। পরে মালিক দুঃখ প্রকাশ করে এ ধরনের অপরিচ্ছন্ন খাবার উপকরণ আর ব্যবহার না করার অঙ্গীকার করেন। কারখানাটিতে দীর্ঘদিনের পোড়া তেলে সমুচা ভাজা হচ্ছিল। নোংরা ফ্লোরে ফেলে তৈরি হচ্ছিল মিষ্টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে সিজলের কারখানাকে লাখ টাকা জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ