Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অসুস্থ সঙ্গীতশিল্পী আব্দুল জব্বারের পাশে ওয়ালটন

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বাংলাদেশের বিখ্যাত সংগীত শিল্পী আব্দুল জব্বার কিডনি ও হার্টের ভাল¡ নষ্ট হওয়াজনিত অসুস্থতায় ভুগছেন। তিনি বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য আনুমানিক ৮০ লাখ থেকে ১ কোটি টাকা প্রয়োজন। তার পক্ষে এ টাকা যোগাড় করা সম্ভব নয়। তিনি সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। তার আহŸানে সারা দিয়ে ওয়ালটন গ্রæপ কর্তৃপক্ষ গত ৩ জুন শিল্পীর হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন। চেক তুলে দেন ওয়ালটন গ্রæপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম এন্ড এডমিন) এসএম জাহিদ হাসান, ওয়ালটন গ্রæপের সিনিয়র ডেপুটি ডিরেক্টর (পিআর এন্ড মিডিয়া) মো. ফিরোজ আলম ও রাইজিংবিডির ফিচার স¤পাদক তাপস রায়। আব্দুল জব্বারের মেয়ে জানান, তার বাবার কিডনির অবস্থা একদমই ভালো নয় এবং হার্টের ভাল¡ নষ্ট হয়ে গেছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। আব্দুল জব্বারের চিকিৎসার বিষয়ে শিগগিরই একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। সেখান থেকে চিকিৎসকদের মতামত জানার পর তার চিকিৎসার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধের সময় আব্দুল জব্বার হারমোনিয়াম গলায় ঝুলিয়ে কলকাতার বিভিন্ন ক্যা¤েপ গিয়ে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেয়েছেন অসংখ্য গান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এই শিল্পীর গাওয়া বিভিন্ন গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছে। গলায় হারমোনিয়াম ঝুলিয়ে ভারতের বিভিন্ন স্থানে গণসংগীত গেয়ে প্রাপ্ত ১২ লাখ টাকা স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন। ১৯৭১ সালে তিনি মুম্বাইয়ে ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য জনমত তৈরিতে নিরলসভাবে কাজ করেন। আব্দুল জব্বার স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন আন্তর্জাতিক পদক অর্জন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ