Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডিআইইউ’তে ‘রমজানে আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

পবিত্র রমজান উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘রমজানে আমাদের দায়িত্ব’ শীর্ষক এক সেমিনার ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। ডিআইইউ সিএসই-৩৮ ব্যাচের আয়োজনে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন-৭১ এ সেমিনার অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শরিয়া বিষয়ে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত ড. মাঞ্জুর-ই-এলাহী। সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে ড. মাঞ্জুর-ই-এলাহী বলেন, রমজান প্রতিবছর আমাদের মাঝে বেশ কিছু উপহার নিয়ে আসে। যেমন সৃষ্টিকর্তার প্রতি ভয় অর্জনের সুযোগ, ঈমানকে শক্তিশালী করার সুযোগ, ঐক্যবদ্ধ থাকার সুযোগ, শয়তানকে শৃঙ্খলিত রাখা ইত্যাদি। এসব উপহারকে যথাযথভাবে ব্যবহার করতে পারলে প্রকৃত মানুষ হওয়া সম্ভব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ