Inqilab Logo

বুধবার, ২০ অক্টোবর ২০২১, ০৪ কার্তিক ১৪২৮, ১২ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী
শিরোনাম

দুর্নীতি বিস্তার রোধে গণমাধ্যমের ভ‚মিকা শীর্ষক সেমিনার

| প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইলে দুর্নীতি বিস্তার রোধে গণমাধ্যমের ভ‚মিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকাল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মল্লিক সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ‘দুর্নীতি বিস্তার রোধে গণমাধ্যমের ভ‚মিকা’ উপর প্রবন্ধ উপস্থাপন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে সেমিনারে উত্থাপিত প্রবন্ধের উপর প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন, নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর যশোর সমন্বিত জেলার উপ-পরিচালক মোঃ জাহিদ হোসেন। প্রবন্ধের উপর আলোচক হিসেবে আলোচনা করেন, জেলা তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাংবাদিক কার্তিক দাস, মলয় কান্তি নন্দী প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইত্তেফাকের নড়াইল প্রতিনিধি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, কালের কণ্ঠের প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন প্রমুখ। সেমিনারে প্রবন্ধকার তার প্রবন্ধে বলেন, আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তক দুর্নীতি, স্বজনপ্রীতি, প্রেণিস্বার্থ, গোষ্ঠিস্বার্থ, ইত্যাদি ভয়াবহতা বেশি। তিনি প্রবন্ধে উল্লেখ করেছেন, সমাজের প্রতি এই দায়বদ্ধতার প্রতি গণমাধ্যম কর্মীদের প্রতিশ্রæতি থাকতে হবে, থাকতে হবে একনিষ্ঠতা এবং ঐকান্তিক নিষ্ঠা। সুশীল সমাজেরও থাকতে হবে সমাজের প্রতি একই দায়বদ্ধতা। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ