Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

দ্য মামি

| প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

‘পিপল লাইক আস’ (২০১২) চলচ্চিত্রের জন্য খ্যাত অ্যালেক্স কার্টজম্যান পরিচালিত ফ্যান্টাসি অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্ম ‘দ্য মামি’। এটি ‘দ্য মামি’ ফ্র্যাঞ্চাইজের পুনঃউপস্থাপন (রিবুট) এবং ‘ডার্ক ইউনিভার্স’ সিরিজের প্রথম পর্ব।
আহমানেত (সোফিয়া বুতেলা) প্রাচীন মিশরের এক রাজকন্যা। কথা ছিল বাবার মৃত্যুর পর সেই রানি হবে কিন্তু তার বদলে শিশু বৈমাত্রেয় ভাইকে সিংহাসনে বসানো হয় আর তাকে জীবন্ত কবর দেয়া হয়। কয়েক হাজার বছর পর দুর্ঘটনাক্রমে সেই কবর থেকে সে মুক্তি পায় আর অশুভ শক্তি দিয়ে সে তার প্রতিশ্রæত রাজত্ব কায়েম করতে সচেষ্ট হয়। ভয়ানক তার শক্তি। মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে সেই অশুভ শক্তির প্রভাব এসে পড়ে লন্ডন পর্যন্ত। কিন্তু তার এই অশুভ শক্তিকে রুখবার জন্য বিজ্ঞানী ড. হেনরি জেকিল (রাসেল ক্রো) গঠন করেছেন প্রোডিজিয়াম নামে একটি সংস্থা। তাকে সাহায্য করার জন্য পাশে দাঁড়ায় নিক মর্টন (টম ক্রুজ) নামে এক মার্কিন সেনা, যার কারণে আহমানেত মুক্ত হয়েছে।গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
হলিউড শীর্ষ পাঁচ

১। ওয়ান্ডার উওম্যান ২। দ্য মামি ৩। ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস : দ্য ফার্স্ট এপিক মুভি ৪। ইট কামস অ্যাট নাইট ৫। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান : ডেড মেন টেল নো টেল্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ