Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাহাড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ ও চিকিৎসা প্রদান

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : কাপ্তাই পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ এবং আশ্রয়কেন্দ্রের পরিবারের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির পক্ষ হতে গত দু’দিন ধরে ব্যাঙছড়ি, চিৎমরম, শিলছড়ি. চন্দ্রঘোনা, রাইখালীসহ বিভিন্ন এলাকায় জরুরী ত্রাণ সামগ্রী বিতারণ এবং অসুস্থ রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। প্রায় ৫শ’ পরিবারের মাঝে চাল, ডাল, পিয়াজ, তৈল, মোমবাতি, দিয়াশলাইসহ বিভিন্ন সামগ্রী গতকাল শনিবার বিতরন করেন, বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির কমডোর এম মাহ্বুব-উল ইসলাম (এনডি), বিএসপি, এনডিসি, পিএসসি, বিএন। এ সময় নৌ কমান্ডার হুমায়ন কবির, লেঃ কমান্ডার আসাদুজ্জামান, লেঃ কমান্ডার শরীফুল ইসলমা, কাপ্তাই নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মাদ নুর, ইউপি চেয়ারম্যান, মে¤¦ারসহ বিভিন্ন কর্মকতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন এলাকায় অসুস্থ ক্ষতিগ্রস্তদের ক্যাম্প করে চিকিৎসা সেবা প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ