Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গৃহবধূকে গলা কেটে হত্যা

প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটেরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের তেলো গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে চম্পা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী শাহীন আলম (৩২), শ্বশুর রইসউদ্দিন ও শাশুড়ি রমেছা বেগম বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে। চান্দাই ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান খেচু জানান, তেলো গ্রামের শাহীন মাস ছয়েক আগে তৃতীয় স্ত্রী হিসাবে বনপাড়া বাইপাস মোড় এলাকার আক্তার হোসেন মিয়াজীর মেয়ে চম্পা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে নানা কারণে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। গত বুধবার সন্ধ্যায় দ্বন্দ্বের জের ধরে শাহীন তার স্ত্রীকে মারপিট করে। পরে রাতের যে কোন সময় ধারালো অস্ত্র দিয়ে শাহীন ও তার বাড়ির সদস্যরা চম্পা খাতুনকে জবাই করে হত্যা করে বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে বাড়িতে তালা ঝুলানো দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে তারা ঘরের ভেতরে চম্পার রক্তাক্ত লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের ননদ মিনা খাতুন জানান, তার ভাই শাহীন প্রথম স্ত্রীর মৃত্যু ও দ্বিতীয় স্ত্রীকে তালাক দেয়ার পর চম্পা খাতুনকে বিয়ে করেছিল। এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গৃহবধূকে গলা কেটে হত্যা

২২ জানুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ