Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিদ্যুৎ পাবে আরো ২৭ লাখ গ্রাহক

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

ভিশন-২০২১ অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে গত ২০জুন মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দু’টি নতুন প্রকল্প অনুমোদন লাভ করে। প্রকল্প দু’টি হলো শতভাগ বিদ্যুতায়নের জন্য বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) প্রকল্প এবং শতভাগ বিদ্যুতায়নের জন্য বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ (রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ) প্রকল্প। সাত হাজার ১৩২ কোটি টাকা ব্যয়ে প্রথম প্রকল্পটির আওতায় ৩৯ হাজার ১০০ কিলোমিটার এবং ছয় হাজার ৭৭৭ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় প্রকল্পটির আওতায় ৩৮ হাজার ১০ কিলোমিটার নতুন বিতরণ লাইন নির্মাণ করা হবে। নতুন বিতরণ লাইন নির্মাণের পাশাপাশি নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে ২৫৯০ এমভিএ ক্ষমতা সম্পন্ন ২৬২টি সাব-স্টেশন, ১০১ সেট রিভার ক্রসিং টাওয়ার, ২৮টি অফিস ভবন এবং ৭৯টি ডি/ই/এফ কোয়ার্টার নির্মাণ করা হবে। সবমিলিয়ে প্রকল্প দু’টি বাস্তবায়নে মোট খরচ হবে ১৩০৯.২২ কোটি টাকা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্প দু’টি বাস্তবায়ন করবে। এ দু’টি প্রকল্প বাস্তবায়িত হলে আরো ২৭ লাখ গ্রাহক বিদ্যুৎ সংযোগের আওতায় আসবে। - প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ