Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হাটহাজারীতে নতুন টাকার সঙ্কট

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

কমিশন নিয়ে গ্রাহকদের কাছে সরবরাহ করছে দালাল চক্র
হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : হাটহাজারী উপজেলা জুড়ে নতুন টাকার সঙ্কট দেখা দিয়েছে। ফলে পবিত্র ঈদ উপলক্ষে নতুন টাকা সংগ্রহকারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। সরকারি-বেসরকারি অনুমোধিত ব্যাংকগুলোতে নতুন টাকা না থাকলেও বাহিরের একটি চক্রের হাতে হাতে নতুন টাকার নোট দেখা যাচ্ছে। চক্রটি নতুন টাকা গ্রাহকদের কাছ থেকে শতকরা হারে কমিশন নিয়ে টাকা সরবরাহর কথা সাধারণ মানুষের মুখে মুখে। জানা যায়, প্রতি বছর পবিত্র ঈদুল ফিতরের সময় নতুন টাকার চাহিদা থাকে বেশি। চাহিদার পেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রতিটি সরকারি-বেসরকারি ব্যাংকে নতুন নোট চাহিদার কারণে সরবরাহ করা হয়। কিন্তু হাটহাজারী উপজেলার ব্যাংকগুলো নতুন টাকার নোটের জন্য কেন্দ্রীয় ব্যাংকে চাহিদা পত্র প্রেরণ করলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রয়োজনীয় নতুন নোট সরবরাহ না করার অভিযোগ উঠেছে। ব্যাংকের গ্রাহকগণ নতুন টাকা না পেয়ে হতাশ হয়ে পড়ে। ফলে যাদের ঈদ সালামির জন্য নতুন নোটের প্রয়োজন। তারা বাধ্য হয়ে দালাল চক্রের কাছ থেকে শতকরা হারে কমিশন ও ভর্তুকি দিয়ে নতুন টাকার নোট সংগ্রহ করতে হচ্ছে। ১০০ টাকার নতুন নোট নিতে গেলে ১৫ টাকা হারে কমিশন দিতে হচ্ছে। ব্যাংকে নতুন নোট না থাকলেও বিভিন্ন হাট বাজারে সংর্ঘবদ্ধ চক্রের হাতে নতুন নোটের চড়াচড়ি দেখা যাচ্ছে। এমনকি ব্যাংকের সামনে দাঁড়িয়ে এসব দালালরা নতুন টাকার নোট বিক্রয় করতে দেখা যায় উপজেলার সদরসহ বিভিন্ন স্থানে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ঈদ উপলক্ষে বিভিন্ন ব্যাংকে নতুন নোট সরবরাহ করা হলেও অজ্ঞাত পথে সেই নতুন টাকার নোট সংর্ঘবদ্ধ চক্রের হত চলে যায়। এ ব্যপারে তদন্ত পূর্বক প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ঠ দায়িত্বশীল কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করছে সচেতন মহল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ