সরু সড়কে যান চলাচলে ভোগান্তি

শরীয়তপুরের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ হয়েছে পদ্মাসেতু উদ্বোধনের মাধ্যমে। পদ্মাসেতু চালুর পর শরীয়তপুর-ঢাকা রুটে
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যালয়ের ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান শিক্ষক নুর আলম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। নুর আলম তালুকদার কাশিয়ানী উপজেলা সদরের জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য সৈয়দ আজমুল হক আজু গত ২০১৫ সালের ৫ নভেম্বর প্রধান শিক্ষক নুর আলম তালুকদার বিদ্যালয় থেকে ২৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে গোপালগঞ্জের আমলি আদালতে একটি পিটিশন দায়ের করেন। আদালত ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আদালতের গ্রেফতারি পরোয়ানা হাতে পাওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।