Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. সৈয়দ এ. ওয়াদুদের স্মরণে বৃহস্পতিবার ঢাকার মিরপুরে ডিসট্রেসড চিলড্রেন অ্যাÐ ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) দরিদ্র চক্ষু রোগীদের জন্য ‘ফ্রি আই স্ক্রীনিং ক্যাম্প’ আয়োজন করা হয়েছে। ডিসিআই এর অর্থায়নে রাইটস অ্যাÐ সাইট ফর চিলড্রেন (আরএসসি) টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালে এ চিকিৎসা সেবা দেয়া হয়। এ সময় মিরপুর দারুস সালাম বিআইএইচএস জেনারেল হাসপাতালের ওপথেলমোলজি বিভাগের কনসালটেন্ট ডা. খুরশিদ জামানসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন। ক্যাম্পে চোখে ছানি ও রিফ্র্যাকটিভ ত্রæটি সম্পন্ন দুই শতাধিকের বেশি চক্ষু রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন ও চশমা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রয়াত প্রফেসর ড. সৈয়দ এ. ওয়াদুদ এর নাতি নাসিক সৈয়দ বলেন, এই চক্ষু শিবিরের উদ্দেশ্য হল সমাজের অবহেলিত মানুষদের চিহ্নিত করে চোখের ছানিসহ গুরুত্বপূর্ণ অপারেশন করা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির চীফ কো-অর্ডিনেটর ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, আরএসসির সিইও সালমা কাদির, ডিসিআই কো-অডিনেটর জামাল আবদুন নাসের, টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর সামিহা ইয়াসমিন বিন্তুসহ ডিসিআই ও টিএমএসএস এর অন্যান্য কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ