Inqilab Logo

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জনগণের মতামতের ভিত্তিতেই নির্বাচন পদ্ধতি নির্ধারণ করতে হবে -বাংলাদেশ মুসলিম লীগ

| প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ যুব মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহীম খলিলের ৩৬তম মুত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকালে নয়াপল্টনস্থ মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মুসলিম লীগে ও ইব্রাহীম খলিল স্মৃতি সংসদের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আবুড়ীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, মরহুম ইব্রাহীম খলিল ছিলেন একজন দক্ষ সংগঠক, তরুন পার্লামেন্টারিয়ান এলাকায় ছিল তার বিপুল জনসমর্থন । এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, শেখ এ সবুর , এডভোকেট শহিদুল হক ভূইয়া, জাপা নেতা হাফিজুর রহমান তালুকদার, মুসলিম লীগ নেতা এডভোকেট হাবীবুর রহমান, ছাত্র মুসলিম লীগের আহবায়ক এস. এইচ. খান আসাদ, জাগপা ছাত্রলীগ সভাপতি সাইফু আলম, জমিয়াতুল উলামায়ে ইসলামের সহ সাধারন সম্পাদক মাওলানা আলাউদ্দিন, জমিয়াতে তালাবিয়ার সহ সভাপতি মাওলানা তোফাজ্জল গাজ্জালি। নেতৃবৃন্দ বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলী সরকার ও সহায়ক সরকার নিয়ে ঝড় উঠেছে। সংখ্যাগরিষ্ঠ জনগনের মতামতের ভিত্তিতেই নির্বাচন পদ্ধতি নির্ধারণ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ