Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জেরুজালেমে আরও ৮শ’ ইহুদি বসতির অনুমোদন

| প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জেরুজালেমে আরও ৮০০ ইসরাইলি বসতি স্থাপনের অনুমতি দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ফিলিস্তিনি এই এলাকায় গত বৃহস্পতিবার ইসরাইলি মিউনিসিপালটি এই অনুমতি দেয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম মারিভ। ইসরাইলি এই সংবাদমাধ্যমটি জানায়, পরিকল্পনা অনুযায়ী সিগাতে ২৭৬টি, নিভ ইয়াকোভে ১২০টি, রামেতে ২০০টি ও গিলোতে ২০২টি বসতি গড়ে তোলা হবে। মিউনিপালের অনুমতি পেয়ে যাওয়া এখন শুধুমাত্র ইসরাইলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় থাকলো। আঞ্চলিক একটি কমিটি হয়ে এটি মন্ত্রণালয়ে যাবে। জেরুজালেমের মেয়র নির বরকত বলেন, জেরুজালেমে নির্মাণ কাজ জরুরি। এই কাজের মাধ্যমে রাজধানীতে অনেক ইহুদী তরুণ বসবাসের সুযোগ পাবে। এদিকে ফিলিস্তিনে আরব আল-সাওয়াহারাতেও ৭১টি বসতি গড়ে তোলা হবে আর শারাফাতে তৈরি হবে ২৯টি বসতি। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরাইলি এই বসতি গুলো অবৈধ। ইসরাইলের পরম মিত্র যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক স¤প্রদায় এমন বসতির নিন্দা জানিয়ে আসছে। অপর এক খবরে বলা হয়, জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের কাছে ইসরাইলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। ইসরাইলি পুলিশের দাবি, ফিলিস্তিনি বন্দুকধারীরাই প্রথম তাদের ওপর গুলি চালায় এবং পরে তারা পাল্টা পদক্ষেপ নেন। ওই ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে তিন ইসরাইলি আহত হয়েছে বলেও দাবি করেছেন তারা। ইসরাইলি পুলিশের দাবিকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, শুক্রবার আল আকসা মসজিদ প্রাঙ্গণের কাছের একটি ফটকে পৌঁছায় তিন বন্দুকধারী। সেখান থেকে গুলি ছুড়ে মসজিদের দিকে পালিয়ে যায় তারা। সেখানে ইসরাইলি পুলিশ তাদের গুলি করে হত্যা করে। জেরুজালেম থেকে সংবাদদাতা হ্যারি ফসেট জানান, ওল্ড সিটির দুং গেটের কাছে ইসরাইলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিরা বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। আল-আকসা মসজিদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদ চত্বরের ভেতরে দুই ফিলিস্তিনির লাশ ছিল। মেডিক্যাল সূত্রের বরাত দিয়ে জানানো হয়, আহত পুলিশ কর্মকর্তাদের দুইজনের অবস্থা গুরুতর। ঘটনার পর আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইলি পুলিশ। মিডল ইস্ট মনিটর, আল-জাজিরা।



 

Show all comments
  • Md Sha Hossain ১৫ জুলাই, ২০১৭, ১০:২৮ এএম says : 1
    মুসলিমরা এক হও ফিলিস্থিনিরা লরাই কর ।আল্লাহ্ তোমাদের সাথে আছে মুসলিম মমিনদের জন্ন আল্লাহ্ই জতেস্ট।
    Total Reply(0) Reply
  • md:jewel ১৫ জুলাই, ২০১৭, ১২:২১ পিএম says : 1
    মুসলিমভাইয়েরা জেগে ওঠ,আবার যুদ্ধ হবে
    Total Reply(0) Reply
  • মোঃ আকবার আলী ১৫ জুলাই, ২০১৭, ৫:১০ পিএম says : 0
    আমি আ্যমেরিকাকে বলতে চায়। তারা কি এখন দেখেনা মুসলমানদের মসজিদে আকসায় কি ভাবে হামলা করলো?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ