ক্ষতবিক্ষত গ্রামীণ সড়ক

ক্ষতবিক্ষত পঞ্চগড়ের বিভিন্ন কাঁচা-পাকা সড়ক। ঝুঁকি নিয়ে চলাচল করছে রিকশা-ভ্যান, অটো, সিএনজি, বাস ও ট্রাক।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত যুবকেরা হলো, ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের মধ্যপাড়ার সিফাত ভূইয়া (২৫), আখাউড়া পৌর এলাকার দূর্গাপুরের সুহেল মিয়া (২৫) ও সুমন ভূইয়া (৩৩)। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গারবিল কোম্পানী সদরের হাবিলদার আজিজুল হকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল আজমপুর এলাকায় তিন যুবকের দেহ তল্লাশী করে ৩৬ বোতল ভারতীয় নেশা জাতীয় স্কফ উদ্ধার করে। পরে তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।