Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

গুলশানের এক মার্কেটে বিদ্যুৎ সংযোগের নির্দেশ

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গুলশান-১ নম্বর শপিং সেন্টার কমপ্লেক্স মার্কেটের দোকানগুলোতে সাত দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রাজউক ও ডেসকো গুলশান অফিসকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ এই আদেশ দেন। ওই মার্কেটে ৭২৫টি দোকান রয়েছে বলে জানান আইনজীবী। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন এএফ হাসান আরিফ। মালিকের পক্ষে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
প্রসঙ্গত গুলশান-১ নম্বর শপিং সেন্টার কমপ্লেক্স মার্কেট অনুমতি ছাড়া তৈরি করা হয়। তাই ২০১৬ সালের ২৯ ফেব্রæয়ারি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। পরে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য ২০১৬ সালের ৮ মার্চ এক রিট আবেদন করেন শপিং সেন্টার দোকান মালিক সমিতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ