Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৯ আশ্বিন ১৪২৭, ০৬ সফর ১৪৪২ হিজরী

হাদী কন্যা তনিমার অ্যালবাম এই কি জীবন

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ১৫ বছর আগে রেকর্ড হওয়া ১০টি গান নিয়ে প্রকাশ হলো শিল্পী তনিমা হাদীর অ্যালবাম। অ্যালবামটির নাম ‘এই কি জীবন’। তনিমা প্রখ্যাত সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুল হাদীর কন্যা। তনিমা হাদীর গানগুলোর কথা লিখেছেন, সুর করেছেন ও সংগীতায়োজন করেছেন জনপ্রিয় গায়ক আইয়ুব বাচ্চু। সম্প্রতি বাংলা ঢোল থেকে ডিজিটাল আকারে প্রকাশিত অ্যালবামের মোড়ক উন্মোচন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতাঙ্গনের খ্যাতিমান মানুষেরা। ছিলেন সৈয়দ আবদুল হাদী, আলাউদ্দিন আলী, আলম খান, ফাতেমা-তুজ-জোহরা, আইয়ুব বাচ্চু, শহীদুল্রাহ ফরায়জী, বাংলা ঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হকসহ তরুণ প্রজন্মের অনেক শিল্পী। মেয়ে ও তার গান নিয়ে সৈয়দ আবদুল হাদী বলেন, আমার মনে হচ্ছে, এটি আমার মেয়ের অ্যালবাম প্রকাশের অনুষ্ঠান নয়, এটি সংগীত পরিবারের একটি অনুষ্ঠান। আমাদের দ্বিতীয় প্রজন্ম গান করছে, এটি আমাদের জন্য আনন্দের। তিনি তনিমার উদ্দেশে বলেন, এই যুগ শুধু গান শোনার জন্য নয়, এটা এন্টারটেইনমেন্টের যুগ। কাজেই তোমাকে এন্টারটেইনার হতে হবে। আমি বলেছি, এটা তোমার পক্ষে সম্ভব নয়। আমি চাইও না। তুমি গানের মতো গান করো। তোমার এখনও অনেক কিছু শেখার বাকি, জানার বাকি। আইয়ুব বাচ্চু বলেন, তনিমা আমার ভাতিজি। ও খুব সুন্দরভাবে গেয়েছে গানগুলো। বেশির ভাগ গান ওয়ান টেক-এ রেকর্ড করা। ২০০২ সালে গানগুলো তৈরি করেছিলাম। এর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তনিমা হাদী বলেন, আমার মায়ের স্বপ্ন পূরণ হলো। গানগুলো রেকর্ডিংয়ের সময় তিনি আমার সঙ্গে স্টুডিওতে যেতেন। আজ মা নেই। তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই অনেক খুশি হতেন। মোবাইলফোন ব্যবহারকারীরা তাদের যে কোনও নম্বর থেকে ৪৬৪৬-এ ডায়াল করে অথবা গুগল প্লে স্টোর থেকে বাংলালিংক বাংলাঢোল অ্যাপ, রবি বাংলাবিটজ অ্যাপ ডাউনলোড করে অ্যালবামের গানগুলো শুনতে পাবেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন