ফের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন পরীক্ষা চালাল ইরান। শনিবার এক সামরিক মহড়াকালে
ইনকিলাব ডেস্ক : ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে এক স্বাধীনতাকামী কাশ্মীরী যোদ্ধা নিহত হয়েছেন। রবিবার সকালে উত্তর কাশ্মীরের কুপাওয়ারা জেলার মাচিল সেক্টরের লাইন অব কন্ট্রোলে (লক) এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাচিল সেক্টরের লাইন অব কন্ট্রোলে (লক)গতকাল রোববার সকালে অনুপ্রবেশের চেষ্টা চালায় স্বাধীনতাকামী যোদ্ধারা। এসময় ভারতীয় সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে এক স্বাধীনতাকামী যোদ্ধা ঘটনাস্থলেই প্রাণ হারায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। ঘটনার পরপরই সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমগ্র এলাকা রাখা হয়েছে কঠোর নজরদারিতে। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।