Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণ শুরু করছেন বাপ্পারাজ

| প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন ঃ ২০১৫ সালে মুক্তি পেয়েছিলো চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কার্তুজ’। এবার তিনি দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন। বেশকিছু চমক নিয়ে তার দ্বিতীয় চলচ্চিত্র ‘তারছেঁড়া’ নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছেন। এরমধ্যে তার বাবা নায়করাজ রাজ্জাক আর চলচ্চিত্রে অভিনয় না করলেও তার দ্বিতীয় চলচ্চিত্রে অভিনয় করবেন। বাপ্পারাজ জানান, সম্ভবত এটিই হবে জীবদ্দশায় নায়করাজ রাজ্জাকের শেষ অভিনীত চলচ্চিত্র। বাপ্পারাজ জানান,রাজ্জাককে একেবারেই ভিন্নরকম একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তার অভিনীত শেষ চলচ্চিত্রে। এছাড়া শাকিব, বুবলী, সম্রাট, সম্রাটের বিপরীতে নতুন একজন নায়িকা এবং একটি বিশেষ অন্য ধরনের চরিত্রে জায়েদ খানকে নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করার চিন্তা করছি। আমি চাই, দ্বিতীয় চলচ্চিত্রটি হোক চলচ্চিত্রের এই সময়ের জন্য দৃষ্টান্ত। যে কারণে এই কাস্টিং নিয়ে চিন্তা করছি। সবাই যার যার অবস্থান থেকে আগ্রহ নিয়ে কাজটি শুরু করতে পারলে আশা করছি ভালো কিছুই হবে। কারণ আমার বাবারও এটি হবে শেষ চলচ্চিত্র। আগামী ঈদের পরপরই চলচ্চিত্রটির শুটিং শুরু করতে চাচ্ছি। দেশের বাইরে থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় শূটিং হবে। বলা যায়, চলচ্চিত্রটি আমার বহুদিনের স্বপ্ন। তবে এই চলচ্চিত্রে আমি অভিনয় করছিনা।’ বাপ্পারাজ জানান, অপেক্ষা করছি চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে শাকিবের নিষেধাজ্ঞা স্থগিতের। চলচ্চিত্রটি প্রযোজনা করছে বাপ্পারাজ’র প্রযোজনা সংস্থা এবং দেশের একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। বিশাল ক্যানভাসে নির্মিত হবে এই চলচ্চিত্রটি। ‘তারছেঁড়া’ চলচ্চিত্রের কাহিনী লিখছেন ছটকু আহমেদ ও আব্দুল্লাহ জহির বাবু। সংলাপ ও চিত্রনাট্য বাপ্পারাজের।



 

Show all comments
  • জুনায়েদ ২৫ জুলাই, ২০১৭, ২:৩৬ এএম says : 0
    ভালো হবে এমনটাই প্রত্যাশা করছি।
    Total Reply(0) Reply
  • Nazrul Islam ২৫ জুলাই, ২০১৭, ১১:৩২ এএম says : 0
    Good
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ