তীব্র স্রোতে পদ্মায় ফেরি চলেনি ৩ দিন

পদ্মায় পানি বেড়ে যাওয়ায় এবং স্রোতের তীব্রতায় গত বৃহস্পতিবার সকাল থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল
ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা : ফটিকছড়ির ভূজপুরে ‘ইয়াহইয়াউস্সুন্নাহ্ ফাউন্ডেশন-চট্টগ্রাম’ কর্তৃক ৩০ জন বিধবা-গরিব-প্রতিবন্ধী অসহায় নারী-পুরুষের মাঝে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম ‘বিধবা-অসহায়দের’ হাতে সেলাই মেশিনগুলো তুলে দেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদীর সভাপতিত্বে স্থানীয় হযরত আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আবু তৈয়ব কুতুবী, ভূজপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল হামিদ, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পর্ষদ সদস্য নাজিম উদ্দীন বাচ্চু। ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- মাহাবুল আলম আজাদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।