Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হামদর্দ পরিচালিত ইউনানী মেডিক্যাল কলেজসমূহের শিক্ষা সফর ও নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ফ্যাকাল্টি অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক মেডিসিন এবং হামদর্দ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হাকীম সাঈদ ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ঢাকা, হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বগুড়া এবং রওশন জাহান ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ল²ীপুর এর শিক্ষা সফর ও নবীনবরণ গত ১৯ জানুয়ারি হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ক্যাম্পাস হামদর্দ বিজ্ঞান নগর, গজারিয়া, মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়। উক্ত নবীনবরণ ও শিক্ষা সফরে আগত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি ও হামদর্দ আধুনিক কারখানার সকল সেকশন ঘুরে দেখেন। শিক্ষা সফরের অংশ হিসেবে আলোচনা সভায় হামদর্দের মোতাওয়াল¬ী ও সিনিয়র পরিচালক বিপণন ড. হাকীম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনানী কলেজসমূহ ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা এবং হামদর্দের চীফ মোতাওয়াল¬ী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. তানভীর আহমেদ খানসহ শিক্ষা সফরে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও ডিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দের পরিচালক তথ্য ও গণসংযোগ কাজী মনসুর-উল-হক, পরিচালক অর্থ ও হিসাব মোঃ আনিসুল হক, পরিচালক প্রশাসন অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, পরিচালক ফাউন্ডেশন লেঃ কর্ণেল মাহবুবুল আলম চৌধুরী (অবঃ), মোতাওয়াল¬ী এবং পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল, পরিচালক হামদর্দ বিশ্ববিদ্যালয় প্রকল্প মেজর ইকবাল মাহমুদ চৌধুরী (অবঃ), মোতাওয়াল¬ী ও পরিচালক এইচ আর ডি ডাঃ নার্গিস মারজান শিল্পী, পরিচালক বিক্রয় হাকীম সাইফ উদ্দিন মুরাদ ভূঁইয়া, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোঃ রফিকুল ইসলাম, রেজিস্ট্রার মোঃ লুৎফুর রহমান, কন্ট্রোলার অব এক্সামিনেশন মোঃ নুরুল হুদা, বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের রেজিস্ট্রার মোঃ হারুনার রশিদ ও হামদর্দ ফাউন্ডেশনের সহকারী পরিচালক হাকীম আবু ইউছুফ আব্দুল হকসহ হামদর্দের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামদর্দ পরিচালিত ইউনানী মেডিক্যাল কলেজসমূহের শিক্ষা সফর ও নবীনবরণ অনুষ্ঠিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ