Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সউদী দূতাবাস ২৫ হাজার হজ ভিসা ইস্যু করেছে

| প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

মুয়াল্লেম পেতে ৮৫টি হজ এজেন্সির আবেদন
স্টাফ রিপোর্টার : ঢাকাস্থ সউদী দূতাবাস কর্তৃপক্ষ বাংলাদেশী হজযাত্রীদের সেবাদানে অত্যান্ত আন্তরিক। হজযাত্রীদের পাসপোর্ট সকালে জমা দেয়া হলে বিকেলেই হজ ভিসা ইস্যু করা হচ্ছে। গতকাল পর্যন্ত সউদী দূতাবাস সরকারী ও বেসরকারী প্রায় ২৫ হাজার হজ ভিসা সরবরাহ করেছে। সউদী রাষ্ট্রদূত হজ ভিসা ইস্যু কার্যক্রম সরাসরি তদারকি করছেন। গত দু’দিনে বিমান ও সাউদিয়ার হজ ফ্লাইট যোগে প্রায় ৮ সহ¯্রাধিক হজযাত্রী সউদী আরবে পৌছেছেন। এদিকে, মক্কায় ৮৫টি বেসরকারী হজ এজেন্সি’র মুনাজ্জেমরা এখনো হজযাত্রীদের মুয়াল্লেম ঠিক করতে না পেরে চরম হতাশায় ভুগছেন। ৪র্থ প্যাকেজের মুয়াল্লেম-এর কোটা শেষ হওয়ায় তারা ৭শ’ ২০ রিয়ালের সার্ভিস চার্জের মুয়াল্লেম ধরতে না পেয়ে বিপাকে পড়েছেন মুনাজ্জেমরা। গত ২৪ জুলাই হতাশাগ্রস্ত বাংলাদেশী মুনাজ্জেমরা তাদের হজযাত্রীদের ৪র্থ প্যাকেজের (৭শ’ ২০ রিয়াল) মুয়াল্লেম-এর আওতায় হজ মৌসুমে থাকার অনুমোতি দেয়ার জন্য সউদী ধর্মমন্ত্রীর কাছে লিখিত দরখাস্ত পেশ করেছেন। সউদী হজ মন্ত্রী’র দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ বুধবার এ ব্যাপারে সিদ্ধান্ত জানার জন্য মুনাজ্জেমদের যোগাযোগ করতে বলেছেন। গতকাল রাতে মক্কা থেকে হাবের নেতা আলহাজ এডভোকেট ড. আব্দুল্লাহ আল নাসের ইনকিলাবকে এতথ্য জানিয়েছেন। তিনি বলেন, তৃতীয় প্যাকেজের (১৫শ’ রিয়াল) মাত্র ১০টি মুয়াল্লেম-এর কোটা খালি আছে। তৃতীয় প্যাকেজের (১৫শ’ রিয়ালের ) মুয়াল্লেম ধরতে পারছেন না মুনাজ্জেমরা। গত বছর তৃতীয় প্যাকেজের মুয়াল্লেমের সার্ভিস চার্জ ছিল ৬শ’ ৬০ রিয়াল। হজ এজেন্সি’র মালিকরা হজযাত্রীদের কাছ থেকে মুয়াল্লেম চার্জ ১৫ শ’ রিয়াল আদায় করেনি। ৭শ’ ২০ রিয়াল হজযাত্রীদের কাছ থেকে নিয়েছে হজ এজেন্সি’র মালিকরা। ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও দায়িত্বপ্রাপ্ত পরিচালক হজ হাফিজ উদ্দিন জানান, বিমান ও সাউদিয়ার হজ ফ্লাইট যোগে হজযাত্রীগণ অত্যান্ত সুন্দরভাবে সউদী আরবে যাচ্ছেন। তিনি বলেন, সউদী দূতাবাস কর্তৃপক্ষ অত্যান্ত আন্তরিকতার সাথে হজযাত্রীদের হজ ভিসা দ্রুত সরবরাহ করছেন। ###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

৮ জুলাই, ২০২২
১৯ জুলাই, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ