Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রের হৃৎপিন্ডের শক্তিশালী হামলার হুমকি উ. কোরিয়ার

| প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে উৎখাতের ষড়যন্ত্র করা হলে যুক্তরাষ্ট্রের হৃৎপিন্ডের শক্তিশালী পরমাণু হামলা করার হুমকি দিয়েছে পিয়ংইয়ং। গত মঙ্গলবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। ওই মুখপাত্র বলেছেন, আইনে বলা আছে, যদি দেশের সর্বোচ্চ সম্মানের প্রতি হুমকি দেয়া হয়, তাহলে এটি অবশ্যই পারমাণবিকসহ সব ধরনের হামলা চালিয়ে প্ররোচনাকারী ওই সব দেশকে ধ্বংস করবে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এতে জড়িত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের সর্বোচ্চ নেতাকে অপসারণ করার চুল পরিমাণ চেষ্টাও দেখায় তাহলে আমরা শক্তিশালী পারমাণবিক হাতুড়ি দিয়ে নির্মমভাবে এর হৃৎপিন্ডের ওপর আঘাত হানব। প্রসঙ্গত, গত সপ্তাহে সিআইয়ের পরিচালক মাইক পম্পেও বলেছিলেন, ট্রাম্প প্রশাসনের উচিৎ কিম জং উনকে উত্তর কোরিয়ার শাসন ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করে দেয়া। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার এ হুমকি দিলো উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। কেসিএনএ,বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ