Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফ্রান্সে ভয়াবহ দাবানল

| প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দাবানলের কারণে ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে একরাতের মধ্যে ১০ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দেশটির প্রভোস আল্পে কোত দ্য জিও অঞ্চলের বোমে লেমি মুজার কাছে দাবানলের সঙ্গে লড়াই করতে কয়েকশ’ দমকল কর্মীকে মোতায়েন করা হয়েছে। এর আগে ওই দাবানলের সঙ্গে লড়াই করার জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) প্রতিবেশীদের কাছে আরো সাহায্য চেয়েছিল ফ্রান্স। দাবানলে দেশটির ভূমধ্যসাগর উপকূলীয় এলাকাজুড়ে চার হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে, এর মধ্যে মূল ভূখÐের পবর্তময় এলাকা ও কর্সিকা দ্বীপের অংশ রয়েছে। এক দমকল কর্মকর্তা বলেছেন, দাবানল ছড়িয়ে পড়ার মুখে অন্তত ১০ হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে। গ্রীষ্মে এই এলাকার লোকসংখ্যা দুই থেকে তিনগুণ হয়ে যায়। জনপ্রিয় অবকাশযাপন এলাকা সান্ত ত্রোপের কাছে একটি এলাকায় বিপজ্জনক ওই দাবানল প্রবলতর হয়ে উঠছে। কর্সিকায় কয়েকশত ঘরবাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। দুই এলাকা মিলিয়ে চার হাজারেরও বেশি দমকল কর্মী অগ্নিনির্বাপণ বিমানগুলোর সহায়তায় নিয়ে গত সোমবার থেকে আগুন নিভানোর চেষ্টা করে যাচ্ছে। এ পর্যন্ত অন্তত ১২ জন দমকল কর্মী আহত হয়েছেন এবং ১৫ জন পুলিশ কর্মকর্তা ধোঁয়ায় শ্বাসরোধজনিত অসুস্থতার শিকার হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। এএফপি, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ