Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাধীন প্রসিকিউশন সার্ভিস হচ্ছে : আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ২:৫৯ পিএম

সরকার স্বাধীন প্রসিকিউশন সার্ভিস করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, এটা ধাপে ধাপে করা হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে জেলা প্রশাসক সম্মেলনের শেষদিনে আইন মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে স্বাধীন প্রসিকিউশন সার্ভিস করা হবে। সেজন্য যে নিয়োগ করা হবে সে দায়িত্ব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের হাতে দেওয়া যায় কি না তা নিয়ে চিন্তাভাবনা হচ্ছে।
তিনি বলেন, 'সম্মেলনে জেলা প্রশাসকরা নিম্ন আদালতের জিপি, পিপি, এপিপিসহ মামলা পরিচালনাকারী সরকারি আইন কর্মকর্তাদের জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ ও বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব করেছেন। বিষয়টি নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে বলে আমি তাদের জানিয়েছি।
মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা চেয়েছেন। জবাবে আমি তাদের বলেছি, বিষয়টি আদালতে বিচারাধীন। এ বিষয়ে কোন মন্তব্য করব না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ