Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা

| প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মহাখালী শাখার অডিটরিয়ামে অুনষ্ঠিত টুর্নামেন্টে যে কোন বিশ্ববিদ্যালয় অংশ নিতে পারবে। সুইস লিগ পদ্ধতির দলগত এই টুর্নামেন্টে প্রত্যেক দলে চারজন করে মুল খেলোয়াড় ও দু’জন করে অতিরিক্ত দাবাড়– থাকবেন। র খেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় মোট প্রাইজমানি থাকছে এক লাখ টাকার। এর মধ্যে চ্যাম্পিয়ন দল ৪০ হাজার, রানার্সআপরা ২৫ হাজার ও তৃতীয়স্থান অর্জনকারীরা ১৫ হাজার টাকা প্রাইজমানি পাবে। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কিছু পুরষ্কার থাকবে। অংশগ্রহণে ইচ্ছুক দলগুলোকে আগামী ৩১ আগস্টের মধ্যে নাম নিবন্ধন করতে হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ। এ সময় বার্জার পেইন্টস লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) একেএম সাদেক নেয়াজ এবং ব্র্যাক ইন্সটিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের পরিচালক সৈয়দা সারওয়াত আবেদ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ