Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভুল চিকিৎসায় প্রবাসীর মৃত্যু

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণাবড়িয়ায় ভুল চিকিৎসায় মতিউর রহমান (৪০) নামে এক প্রবাসীর মৃত্যুর অভিযোগে বেসরকারি একটি ক্লিনিকে ভাঙচুর করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে পৌরশহরের কুমারশীল মোড়স্থ ‘গ্রামীণ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি বেসরকারি ক্লিনিকে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা। মৃত মতিউর রহমান জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত রেহান উদ্দিনের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী। গত দুই মাস আগে ছুটিতে দেশে আসেন। মৃত মতিউর রহমানের স্ত্রী রাবেয়া খাতুন জানান, শুক্রবার সকালে গলায় টনসিলজনিত ব্যথা নিয়ে গ্রামীণ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে আসেন। পরে সেখানে ঢাকার মহাখালীর সাইফ হাসপাতালের নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. আসালম হাজারীকে দেখানো হলে তিনি মতিউরের টনসিল জরুরী ভিত্তিতে অস্ত্রোপচারের (অপারেশন) জন্য বলেন। এরপর দুই ঘণ্টা ধরে মতিউরের টনসিল অস্ত্রোপচারের পর তার অবস্থার অবনতির কথা জানিয়ে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে ক্লিনিক কর্তৃপক্ষ। এরপর মতিউরকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হলে তার মৃত্যু হয়। নিহতের ভাই প্রবাসী লোকমান জানান, গত কয়েক দিন ধরে ডা. আসলাম হাজারীর কাছে ভাইয়ের টনসিলের চিকিৎসা হচ্ছিল। শুক্রবার সকালে দেখানোর পর জরুরী ভিত্তিতে অপারেশন করতে হবে। সকাল সাড়ে ১১টার দিকে অস্ত্রোপচার (অপারেশন) কক্ষে নিয়ে যায়। দুপুর প্রায় ২টার দিকে আমাকে জানায় আমার ভাইয়ের প্রেসার ফল্ট করেছে। তাকে জরুরী ভিত্তিতে ঢাকা নিতে হবে। কিন্তু চিকিৎসক আমাকে জানিয়েছিল অপারেশন করতে ১০ মিনিট সময় লাগবে। অ্যাম্বুলেন্সে তাকে উঠানো হলে মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। আমার ভাই আগেই মারা গেছে। ক্ষুব্ধ হয়ে রোগীল স্বজনরা ক্লিনিকে ভাঙচুর চালান।অভিযুক্ত ডা. আসলাম হাজারীর বক্তব্যের জন্য তার মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ