গোবিন্দগঞ্জে নিখোঁজের দুইদিন পর খালের পানি থেকে যুবকের লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুইদিন পর নদী থেকে ভাসমান তিন সন্তানের জনক এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চাঁদভোবনা গ্রামের
টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাবড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউাকে আটক করা পারেনি বিজিবি। গতকাল শুক্রবার সকালে সাবরাং ইউনিয়নের হারিয়াখালির ভাঙ্গারমুখ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আরিফুল ইসলাম জানান, শুক্রবার সকালে সাবরাং ইউনিয়নের হারিয়াখালী সংলগ্ন ভাঙ্গারমুখ দিয়ে ইয়াবা পাচারের খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টিম ভাঙ্গার মুখে অভিযান পরিচালনা করে। এ সময় একটি পলিথিন ব্যাগ ফেলে পাচারকারিরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, ওই ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার দাম দেড় কোটি টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।