Inqilab Logo

শুক্রবার, ১২ আগস্ট ২০২২, ২৮ শ্রাবণ ১৪২৯, ১৩ মুহাররম ১৪৪৪
শিরোনাম

সিটি ব্যাংক এবং নেদারল্যান্ডভিত্তিক উন্নয়ন ব্যাংকের ‘কমোডিটি মূল্য ঝুঁকি ব্যবস্থাপনা’ বিষয় প্রশিক্ষণ কর্মশালা

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার: সিটি ব্যাংক এবং নেদারল্যান্ড ভিত্তিক উন্নয়ন ব্যাংক- এফএমও এর উদ্যোগে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই দিন ব্যাপী ‘কমোডিটি মূল্য ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এতে সহায়তা প্রদান করেছে ইউরোমানি লার্নিং সলিউশনস। গতকাল প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামাল, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আর. কে. হুসেইন এবং এফএমও-এর আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র এনালিস্ট এলিজাবেথ ওয়েগেন। আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ, সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং মাহিয়া জুনেদ, বাংলাদেশ ব্যাংক, সিটি ব্যাংক ও অন্যান্য শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কমোডিটির মূল্য অস্থিতিশীলতা ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে আমদানিকারকরা এক্ষেত্রে প্রভাবিত হন যা আর্থিক প্রতিষ্ঠানসমুহের উপরও প্রভাব ফেলে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিনিধিদের অবহিত করার জন্য সিটি ব্যাংক এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণটি পরিচালনা করেন ইউরোমানি’র এমা জেনকিনস্। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ