Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নওয়াজের বিদায় সম্পর্কে প্রভাব ফেলবে না : চীন

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রধানমন্ত্রীর পদে নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা ও তার পদত্যাগের বিষয়টিকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে বেইজিং। চীন বলছে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) ফ্ল্যাগশিপ প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত ওয়ান বেল্ট, ওয়ান রোড উদ্যোগে দেশ দুটির কৌশলগত সহযোগী অংশীদারিত্বকে প্রভাবিত করবে না। পানামা পেপার্স মামলায় পাকিস্তানের রাজনৈতিক পরিবর্তনের প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং শনিবার বেইজিংয়ে এক প্রেস বিফ্রিংয়ে এসব কথা বলেন। বিফ্রিয়ে লু ক্যাং বলেন, আমরা বিশ্বাস করি পাকিস্তানের অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তনে চীন-পাকিস্তানের কৌশলগত সহযোগী অংশদারিত্বে কোনো প্রভাব ফেলবে না। ওয়ান বেল্ট, ওয়ান রোড এর যৌথ উদ্যোগকে এগিয়ে নিতে পাকিস্তনের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত রয়েছে। দ্য কাশ্মীর মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ