Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

এবার পাকিস্তান-আফগানিস্তান দ্ব›দ্ব!

| প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়ে বেশ কয়েকবছর ধরে টালমাটাল অবস্থার জেরে প্রায় সকল টেস্ট খেলুড়ে দেশের সাথেই দ্ব›দ্ব বাঁধিয়ে বেশ বেকায়দায় ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবি। এমন অবস্থায় নব্য টেস্ট স্ট্যাটাস পাওয়া দেশ আফগানিস্তানকে পাশে পেয়েছিল পাকিস্তানের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। তবে এবার বেঁকে বসেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড- এসিবিও। আর এতে দ্ব›দ্ব বেঁধেছে দুই দেশের বোর্ডের মধ্যে!
গত ৩১ মে আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসী হামলায় ৮০ জন মানুষ নিহত হন, সেই সাথে আহত হন প্রায় ৫০০ জন। সেই হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে হামলার পেছনে অভিযুক্ত করে বিবৃতি দেয় আফগানিস্তান। স¤প্রতি এসিবিও জানিয়ে দেয়, পাকিস্তানের ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘পাকিস্তান ক্রিকেটের সাথে আর নয়। যে দেশ সন্ত্রাসীদের আশ্রয় দেয়, অভয়ারণ্য বানিয়ে তোলে- তাদের সঙ্গে কোন সম্পর্ক না।’
এসিবির এমন বিবৃতির পরই মূলত চটেছে পাকিস্তান। এসিবিকে ক্ষমা প্রার্থনা করতেও বলছে তারা। এই জেরে পাকিস্তানও আফগানিস্তানের সাথে ক্রিকেটীয় সম্পর্ক ত্যাগের মৌখিক ঘোষণা দিয়েছে। এ প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান শাহরিয়ার খান বলেন, ‘একদিন ওদের বোর্ড চেয়ারম্যান (মাশাল) আমার সঙ্গে দেখা করে দুই বোর্ডের মধ্যে ভালো সম্পর্কের ব্যাপারে বেশ ইতিবাচক কথাবার্তা বলেন। কিন্তু পরের দিনই দেখি উনি পাকিস্তানের ব্যাপারে কড়া রাজনৈতিক বিবৃতি দিলেন। তখন আমরা বললাম, আপনার সঙ্গে তাহলে আর আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তিনি পরে এ ধরনের কথা বলার জন্য অনুতাপ প্রকাশ করেছেন, ব্যক্তিগতভাবে আমার কাছে ক্ষমাও চেয়েছেন। কিন্তু বোর্ড হিসেবে আমরা অবস্থান নিয়েছি, ওরা প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত ওদের সঙ্গে কোনো ক্রিকেটীয় সম্পর্ক থাকতে পারে না।’
এর বিপরীতে কড়া ভাষা ব্যবহার করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মাশালও। তিনি বলেন, ‘অন্য বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক পারস্পরিক সমমর্যাদা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে। পিসিবিও এর ব্যতিক্রম নয়। আমরা তাই এখানে কোনো ক্ষমা চাওয়ার কারণ দেখি না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ