Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

৬৫ বছরের ফিলিস্তিনি এমপিকে গ্রেফতার করলো ইসরাইল

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে দেশটির একজন এমপিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। হামাস থেকে নির্বাচিত মোহাম্মদ আবু তীর নামের ওই এমপি’র বয়স ৬৫ বছর। গত শুক্রবার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে দুই বছরেরও কম সময়ের মধ্যে তাকে পুনরায় গ্রেফতার করা হলো। মাত্র দুই মাস আগে তিনি এক বছর পাঁচ কারাদন্ড ভোগের পর মুক্তি পেয়েছিলেন।
ইসরাইলি নিরাপত্তা বাহিনী শিন বায়ত-এর পক্ষ থেকে গ্রেফতারকৃত মোহাম্মদ আবু তীর’কে হামাসের পশ্চিম তীরের একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
শিন বায়ত জানিয়েছে, ৬৫ বছরের জীবনে ৩৩ বছরেরও বেশি সময় ইসরাইলি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন মোহাম্মদ আবু তীর। সামরিক এবং প্রশাসনিক সন্ত্রাসবাদের দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইসরাইলি নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, মোহাম্মদ আবু তীর হামাস ও ‘সন্ত্রাসী অর্থায়নের’ সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। গত জুলাই থেকে এ পর্যন্ত ইসরাইলি বাহিনীর হাতে আটক বা গ্রেফতার হয়েছেন কমপক্ষে ৪২৬ জন। নিহত হয়েছেন আট ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ৬০০ জন।
জুলাই মাসে ফিলিস্তিনিদের অন্তত ১২টি ভবন ধ্বংস করেছে ইসরাইল। আল আকসা মসজিদে ইসরাইলের মেটাল ডিটেক্টরসহ অন্যান্য নজরদারি ব্যবস্থা বসানোকে কেন্দ্র করে নতুন করে সহিংসতার সূত্রপাত হয়। নজরদারি বসানোর প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। এ সময় ইসরাইলি বাহিনী নামাজরত মুসল্লিকে লাথি মারে বলেও জানা যায়।
এই প্রতিরোধ ছড়িয়ে পড়ে জেরুজালেম থেকে পশ্চিম তীর পর্যন্ত। ১৩ দিন ধরে চলে বিক্ষোভ। ফিলিস্তিনি ভূখন্ডে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি এবং ইসরাইলি বাহিনীর তান্ডবে নিহত হন আট ফিলিস্তিনি। আটককৃত ৪২৬ জনের মধ্যে ৬৫ জনই শিশু। এরমধ্যে ৯ জনের বয়স ১২-এর নিচে। এছাড়া দুইজন বয়স্ক পুরুষ ও একজন বয়স্ক নারীকেও আটক করা হয়। আল-আকসার ইসলামিক আওকাফ বিভাগের ৫৮ সদস্যকেও গ্রেফতার করে ইসরাইল। এছাড়া অন্তত ৮১ জন ফিলিস্তিনির আল  আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাবার বুলেট, শব্দবোমা, কাঁদানে গ্যাসের কারণে আহত হয়েছেন কমপক্ষে ৬০০ ফিলিস্তিনি। ধসে পড়েছে ১২টি ভবন। এতে ৭ শিশুসহ গৃহহীন হয়েছেন ১৭ জন। সূত্র : মিডল ইস্ট আই।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিনি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ