Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কথা হলো দুই মন্ত্রীর

| প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: ম্যানিলায় মুখোমুখি কথা হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের সূত্র দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে সিএনএন। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে ইয়োনহাপ এবং ওয়াইটিএন বলছে, আসিয়ান সম্মেলন সামনে রেখে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কাং কিয়ং-হা এবং উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো’র মধ্যে কথা হয়েছে। চলতি বছরের মে মাসে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে মুন-জ্য দায়িত্ব নেয়ার পর দু’দেশের উচ্চপর্যায়ে এটিই প্রথম সাক্ষাৎ। শনিবার উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপে সায় দিয়েছে জাতিসংঘ। কোরীয় উপদ্বীপে উত্তেজনা নিরসনে বরাবরই সংলাপের কথা বলে এসেছেন মুন। ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া সংলাপের যে প্রস্তাব দিয়েছিল তাতে আন্তরিকতার ঘাটতি ছিল বলে অভিযোগ করেছেন রি ইয়ং হো। একই ফোরামে গত বছর দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়ুন-বিয়ুং-সি কথা বলেছিলেন রি-এর সঙ্গে। এছাড়া ওয়াশিংটন সময় রোববার সন্ধ্যায় উত্তর কোরিয়া বিষয়ে কথা হয় মুন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। দুই নেতাই বলছেন, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া জাপান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের জন্য হুমকি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ