Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

শোক দিবস নির্বিঘœভাবে পালনে প্রস্তুতি সম্পন্ন -স্বরাষ্ট্রমন্ত্রী

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে গৃহীত বিভিন্ন কর্মসূচি নির্বিঘœন করতে নিরাপত্তাজনিত সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত সার্বিক আইন-শৃঙ্খলা ফলোআপ বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, রাজধানীসহ সারাদেশে ১৫ আগস্টের অনুষ্ঠানস্থল ঘিরে সিসি ক্যামেরা, ইলেকট্রনিক্স ডিভাইজসহ আইনশৃঙ্খলা বাহিনীর চৌকষ দল প্রস্তুত থাকবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট অফিসারদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা অব্যাহত আছে। পররাষ্ট্রমন্ত্রণালয় এই বিষয়ে সার্বক্ষণিক কাজ করছে। আমরা আশা করছি খুব কম সময়ের মধ্যেই খুনিদের ফিরিয়ে আনতে পারবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ