Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭, ০১ পৌষ ১৪২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৩৯ হিজরী

স্পেনে অভিবাসীর সংখ্যা বাড়ছে

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর স্পেনে অভিবাসী সংখ্যা তিন গুণ হয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ তথ্য জানিয়েছে। চলতি বছর এ পর্যন্ত সমুদ্রপথে স্পেনে ৮ হাজার ৩৮৫ জন অভিবাসী এসেছে। বছর শেষে এটি গ্রিসে আগত ১১ হাজার ৭১৩ অভিবাসীর সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে। অভিবাসীরা স্প্যানিশ রুটটিকে অধিকতর নিরাপদ মনে করছে। এ কারণে অভিবাসী আগমনের হার দ্রুত বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। চলতি সপ্তাহের শুরুর দিকে একটি ভিডিও ফুটেজে দেখা যায়, স্পেনের কাদিজ সৈকতে ডিঙ্গিতে করে অভিবাসীরা এসে পৌঁছানোর পর তা সৈকতে গমনকারী পর্যটক ও স্থানীয়দের মাঝে বিস্ময় সৃষ্টি করে। আইওএম জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত ১১ হাজার ৮৪৯ জন অভিবাসী স্পেনে এসেছে। বিবিসি।

 


দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।