Inqilab Logo

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২০, ৫ কার্তিক ১৪২৭, ০৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী
শিরোনাম

পাবনায় বঙ্গবন্ধুর শাহদত বার্ষিকী পালিত।

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ৫:৫৬ পিএম

পাবনায় গভীর শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধুর ৪২তম শাহদত বার্ষিকী পালিত হয়েছে।

জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।

দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ জাতীয় চার নেতার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহরে শোক র‌্যালী বের করা হয়।

জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগ বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনার আয়োজন করে। অপর দিকে, বেলা সাড়ে ১১টার দিকে বিএমএ, পাবনা ড্রামা সার্কেলসহ বিভিন্ন সামাজিক সংগঠন আলোচনা সভার আয়োজন করে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারী এডওয়ার্ড কলেজ, সরকারী শহীদ বুলবুল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর শাহদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন