ট্রাম্পের জরুরি অবস্থা ঠেকাতে ১৬ রাজ্যে মামলা

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণাকে চ্যালেঞ্জ দেশটির ১৬টি
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে ইরান কয়েক ঘন্টার মধ্যেই পারমাণবিক চুক্তি বাতিল ঘোষণা করতে পারে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। গতকাল মঙ্গলবার রুহানি পার্লামেন্টে দেওয়া ভাষণে এ হুমকি দেন। রুহানি বলেন, যদি আমেরিকা তাদের পূর্ব অভিজ্ঞতায় ফিরে যায় (নিষেধাজ্ঞা আরোপ) তাহলে ইরান এক সপ্তাহ বা মাস নয়, বরং কয়েক ঘন্টার মধ্যে চুক্তি নিয়ে আলোচনার আগের অবস্থায় ফিরে যাবে। ২০১৫ সালে পারমাণবিক কর্মসূচি সীমিতকরণের শর্তে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতি ইরানের সঙ্গে চুক্তি করে। এর আওতায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র তেহরানের ওপর থেকে সব ধরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলা হয়েছিল। তবে গত জুলাইয়ে ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালু করে এবং কক্ষপথে নতুন করে স্যাটেলাইট পাঠায়। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।