Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলাদেশে তৈরি ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে -এমপি বিএইচ হারুন

| প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের এমপি, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন বলেছেন, ঔষধ শিল্পে যুগান্তকারী অগ্রযাত্রা ঘটেছে, আমাদের দেশে তৈরি ঔষধের গুনগতমান অত্যন্ত ভাল হওয়ায় বর্তমানে বাংলাদেশের তৈরি ঔষধ বিভিন্ন দেশে ঔষধ রপ্তানি হচ্ছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আ’লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দুঃখজনক হলেও সত্য জনস্বার্থে আ’লীগ সরকার স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খ্যাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবাকে তৃনমূল পর্যায়ে পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক স্থাপন ও জনবল নিয়োগ দিলেও বিএনপি ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ সরকার ক্ষমতায় এসে আবার কমিউনিটি ক্লিনিক চালুসহ জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য জনবল বৃদ্ধিসহ প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করছেন, যাতে জনজনের স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়। ডাক্তার ও নার্সদের উদ্দেশ্যে এমপি বিএইচ হারুন বলেন, রোগীর সবচেয়ে আপন এবং আস্থাশীল হল ডাক্তার ও নার্স। তাই ডাক্তার ও নার্সদের আরও আন্তরিক হয়ে রোগীদের সাথে ভাল ব্যবহার ও সেবাপ্রদানের আহবান জানান। তিনি গতকাল বুধবার সকালে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন ভবন উদ্বোধন পরবর্তী ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ইউএনও আফরোজা বেগম পারুল, ওসি শেখ মুনীর উল গীয়াস, কবি মাহমুদা খানম, পঃপঃ কর্মকর্তা এবিএম মূসা, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, ডাক্তার আবুল খায়ের রাসেল, রাজিয়া বেগম, মনজিলা আক্তার ও মাহমুদা বেগম প্রমুখ। এর আগে এমপি বিএইচ হারুন একটি বাড়ি একটি খামার’র উপজেলা কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন। পরে বিকেলে উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে রাজাপুরের কানুদাশকাঠির নিজবাড়িতে মতবিনিময় সভায় মিলিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ