Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মরক্কো উপকূলে ২৪ ঘণ্টায় ৬শ’ অভিবাসী উদ্ধার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মরক্কো উপকূল থেকে ২৪ ঘণ্টায় ৬০০ অভিবাসীকে উদ্ধার করেছে স্পেনের কোস্টগার্ড। গত বুধবার ১৫টি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। তন্মধ্যে ৩৫ জন শিশু ও একজন নবজাতক রয়েছে। গত বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, এভাবে শরণার্থী আসতে থাকলে স্পেনের অবস্থাও গ্রিসের মতো হতে পারে। জাতিসংঘের মতে চলতি বছরেই এখন পর্যন্ত ৯ হাজার অভিবাসী স্পেনে এসেছে। গত বছরের তুলনায় যা প্রায় তিন গুণ। এই যাত্রায় নৌকাডুবিতে প্রাণ হারিয়েছে ১২০ জন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, এভাবে শরণার্থী আসতে থাকলে স্পেন শরণার্থী আশ্রয়ের দিক দিয়ে গ্রিসকেও ছাড়িয়ে যাবে। শরণার্থীদের বেশিরভাগই ছোট প্যাডেল বোটে করে ১২ কিলোমিটার সাগরপথ পাড়ি দিয়ে আসছে। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ