Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

হযরত মাওলানা আতাউর রহমান খান বিজ্ঞ আলেম ও সফল ইসলাম প্রচারক

ফয়সাল আহমদ জালালী | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বুদ্ধিদীপ্ত, গম্ভীর চেহারা ও হালকা গড়নের একজন দার্শনিক আলেম ছিলেন মাওলানা আতাউর রহমান খান। সাদামাটা জীবন যাপন ছিল তাঁর স্বভাবজাত। ছোটকাল থেকে তাঁর নাম যশ-খ্যাতি শুনে আসলেও বড় হয়ে বার কতেক তাঁর সাথে সাক্ষাতের সৌভাগ্য হয়েছিল আমার। হাদীছ, তাফসীর ফিকাহর সর্বোচ্চ শিক্ষা সমাপ্তির পরই তৎকালীন দেশের শীর্ষস্থানীয় দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়ায় অধ্যাপনার জন্য শায়খুল ইসলাম হযরত মাওলানা আতহার আলী র. তাঁকে নিযুক্ত করেন। তিনি ছিলেন মাওলানা র. এর মানস সন্তান, চিন্তা ও দর্শনের ধারক বাহক। শিক্ষাদান, প্রতিষ্ঠান গড়া, সমাজ সংস্কার ও ইসলামের দাওয়াত প্রচারে তাঁর জীবনের সিংহভাগ ব্যয়িত হয়েছে। তিনি ছিলেন জনপ্রিয় বক্তা, স্বনামধন্য মুহাদ্দিস, মুফাসসির ও লেখক-সম্পাদক। স্বৈর শাসকের পতনের পর বিদেশী আগ্রাসনের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষার উদ্দেশ্যে দেশের একটি প্রয়োজনীয় সময়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আলেম সমাজে তাঁর আলোচনা ছিল তুঙ্গে। জাতীয় সংসদে উলামায়ে কেরামের নির্বাচিত হওয়া ছিল মোটামুটি বিরল ব্যাপার। কারণ জন¯্রােত পক্ষে টানার কৌশল রপ্ত করতে যেই প্রজ্ঞার প্রয়োজন হয় তা নানা দলাদলির কারণে তাতে ভাটা পড়ে যায়। বাংলাদেশের জনগণ ‘উলামায়ে কেরামের প্রতি খুবই শ্রদ্ধাশীল। কিন্তু তারা কখনো যখন দেখে উলামায়ে কেরাম কাঁদা ছুড়োছুড়িতে লিপ্ত। অল্প কিছুতে তারা বিরাট দলাদলি ও পরস্পরের বিরুদ্ধে বিষোদগারে জড়িয়ে পড়েন তখন তারা সঙ্গত কারণেই অন্য দিকে মুখ ফিরিয়ে নেন। জনগণের নেতা হিসেবে মাওলানা আতাউর রহমান খান বিষয়টি বুঝতে পেরে শীর্ষস্থানীয় কযেকজন আলেমের সাথে পরামর্শ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টিকেটে নির্বাচন করে জয় লাভ করেন। পরবর্তীতে তাঁর পথ অনুসরণ করে অনেক আলেমই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ হিসেবে উলামায়ে কেরামের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার প্রতিকৃত ছিলেন মাওলানা আতাউর রহমান খান।
মাওলানা আতহার আলী রহ. এর একনিষ্ঠ ভক্ত : মাওলানা আতহার আলী রহ. ছিলেন তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের শ্রেষ্ঠ রাজনীতিবিদ, ছিলেন শীর্ষস্থানীয় বুযুর্গ আলেম। তিনি ছিলেন মূলতঃ সিলেট জেলার বিয়ানী বাজার থানার অধিবাসী। বর্তমান বিয়ানী বাজার পৌরসভার শহরতলী ঘুঙ্গাদিয়া গ্রামে আজ অবধি তাঁর আদি বাড়ী রয়েছে। (এ লেখকের বাড়ীও সিলেট জেলার বিয়ানী বাজার থানায়) আতহার আলী রহ. ছিলেন সিলেট অঞ্চলের গরিষ্ঠ সংখ্যক উলামায়ে কেরাম জমিয়তে উলামার রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকায় এখানে তাঁর পক্ষে কাজ দুরূহ হয়ে পড়ে। এর জের ছিল অনেক। সিলেটের আড়াই থানা নিয়ে রেফারেÐাম অনুষ্ঠিত হয়েছিল। তা পাকিস্তানের অংশে থাকবে নাকি ভারতের অংশে থাকবে। জমিয়ত ছিল ভারতের অংশ হওয়ার পক্ষে আর নেজামে ইসলামসহ অন্যান্য রাজনৈতিক দল ছিল পাকিস্তানের পক্ষে। গণ ভোটে জমিয়তের হার হয় ফলে পাকিস্তানের অংশেই পড়ে ছিল। আতহার আলী রহ. সিলেট ছেড়ে কিশোরগঞ্জের পথে পাড়ি জমান। কিশোরগঞ্জের জামেয়া ইমদাদিয়া তারই কীর্তি। এখানকার যারা হযরতের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তাদের অন্যতম ছিলেন আতাউর রহমান খান। তাঁর পিতা মাওলানা আহমাদ আলী খান র. একজন উচ্চশিক্ষিত আলেম ও মুসাল্লাম বুযুর্গ ব্যক্তি ছিলেন। প্রথম থেকেই তিনি ছিলেন জামেয়ার প্রিন্সিপাল। আতাউর রহমান খান পরবর্তীকালে জামেয়া ইমদাদিয়ার ভাইস প্রিন্সিপাল নিযুক্ত হন। বেফাকের প্রাথমিক যুগের ১০ বছর মহাসচিব ছিলেন। জ্ঞান, দূরদর্শিতা, প্রজ্ঞাপূর্ণ বক্তব্যের কারণে দেশের সর্বত্র তাঁর পরিচিতি ছিল। জেলা শহরে থেকেই তিনি জাতীয় ব্যক্তিত্বে পরিণত হন। এসবের দীর্ঘ ইতিহাস আমার জানা নেই। তবে ত্রিমুখী ষড়যন্ত্রে জামেয়া ইমদাদিয়া হতে যখন তাঁকে অব্যাহতি দেয়া হয় তখন তাঁকে ঢাকাতে বার কতক দেখেছি। বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করার সময় তারই গুণগ্রাহী বা ছাত্র অনেকে জামেয়া ইমদাদিয়ার প্রসঙ্গ উত্থাপন করেছেন। জামেয়া ত্যাগ করার কারণ তাঁর কাছে জানতে চেয়েছেন। চেপে রাখা দুঃখ তার কথায় প্রকাশ পেতে দেখেছি। যারা তাকে অব্যাহতি দিয়েছেন তাদের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করতে দেখেছি। কিন্তু অশালীন মন্তব্য করতে শুনিনি। বিশেষ করে পরবর্তী প্রিন্সিপালের সমালোচনায় অতিরঞ্জিত করে কেউ তাঁর পিতা সহ কথা বলতে চাইলে তাকে তিনি থামিয়ে দিতেন। বলতেন হযরত মাওলানা অর্থাৎ আতহার আলী (র.) সম্পর্কে কোন ধরনের কটুক্তি করা চলবেনা। ৭১ এর ভূমিকা নিয়ে তিনি শায়খের সাথে দ্বিমত করতেন। কিন্তু কখনো বিরোধ করেননি। হযরত মাওলানা এ বিশেষণ ছাড়া কোন সময়ই আতহার আলী রহ. এর নাম উচ্চারণ করতেন না। জবান নিয়ন্ত্রণে রাখার এ অনুপম উদাহরণ আমি আর দেখিনি। সকল আলেম উলামাকে তিনি সম্মানের সাথে পূর্ণ নাম ও সাহেব উচ্চারণসহ মর্যাদা দিয়ে কথা বলতেন। যা আমাদের জন্য শিক্ষণীয়।
ইসলামী বিশ্বকোষ সম্পাদনা : সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যখন বেশির ভাগ সময় তাঁকে ঢাকাতে থাকতে হত তখন ডিজি সাহেবের পরামর্শে ইসলামী বিশ্বকোষের পরিচালক তার কাছে সম্পাদনার কাজে সহযোগিতা করার নিবেদন করলে হযরত তাতে সম্মতি জানান। অনেক দিন তাকে তৎকালীন ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরীর সভাকক্ষে বসে নীরবে কাজ করতে দেখেছি। নিরহংকার এ মানুষটিকে আগে থেকে কেউ না জানলে তিনি যে একজন সংসদ সদস্য তা তার আবরণ হতে কেউ বুঝতে পারত না। এর সাক্ষী আমি নিজেই।
সংসদ ভবনের তাঁর অফিসে সাক্ষাত : খতমে নবুওয়াতের আন্দোলনে তখন সারা দেশ টাল মাটাল। মানিক মিয়া এভিনিউতে মহাসমাবেশ আহŸান করা হয়েছে। বি এন পি সরকার তখন ক্ষমতায়। সারা দেশ হতে মানুষের ঢল মানিক মিয়া এভিনিউ অভিমুখে। সিলেটের বিশিষ্ট উলামায়ে কেরামের একদল আমাকে বললেন, পাশেই তো সংসদ ভবন। এখানেই সংসদ সদস্য মাওলানা আতাউর রহমান খান অবস্থান করেন, চলুন তার সাথে দেখা করে আসি। আমি রাজি হয়ে গেলাম। উলামায়ে কেরামের রাহবার হিসেবে আমি তাদের নিয়ে হযরত খান সাহেবের দরবারে উপস্থিত হলাম। তিনি অত্যন্ত আপনজন হিসেবে উলামায়ে কেরামের সাথে সাক্ষাত দিলেন, আপ্যায়ন করালেন। আন্দোলনের অগ্রগতি হিসেবে খোঁখ খবর নিলেন। উপস্থিত আলেমদের কেউ বলে ফেললেন, হযরত! আপনি আন্দোলন হতে দূরে কেন? তিনি সহাস্য উত্তর দিলেন, আমি দূরে নই। সরকারী সংসদ সদস্য হিসেবে কিছু বাধ্য বাধকতা আছে। আপনারা কাজ করুন। আমরা আপনাদের সাথে আছি। সংসদে আমি আপনাদের প্রতিনিধি। সেদিন লাখো মানুষের জমায়েতে সরকার দলীয় এমপি হয়েও তিনি যে সাহসী উচ্চারণ করেছিলেন তা নজিরবিহীন। সামনে মেয়র নির্বাচন ছিল। তিনি বলেছিলেন, সরকারকে বলবো দেয়ালের লিখন পড়–ন, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি জনগণের ঈমানি দাবি। এ দাবি মেনে নিন।
মাদরাসা দারুল উলূম মিরপুর-৬ এর অধ্যক্ষ : মিরপুরের বড় ইসলামী প্রতিষ্ঠানের মাঝে দারুল উলূম মিরপুর-৬ ঢাকা অন্যতম। এখানকার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য খান সাহেবকে অনুরোধ করা হয়। সিনিয়র শিক্ষকগণ এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন। এখানকার শায়খুল হাদীস ছিলেন মরহুম মাওলানা মুজিবুর রহমান। শায়খুল হাদীস সাহেবও খান সাহেবের ছাত্র ছিলেন। কমিটি ও শিক্ষকগণের ঐকান্তিক অনুরোধে হযরত খান সাহেব দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ করার পর শায়খুল হাদীস সাহেব হযরতের কাছে অনুরোধ করেন, আপনি আমার উস্তাদ আপনার সামনে আমি শায়খুল হাদীস থাকব, এটা আমার হিম্মত নেই। শায়খুল হাদীস পদ ও বুখারী আউয়াল পড়ানোর দায়িত্বও আপনার হাতে বিনীতভাবে হস্তান্তর করলাম। হযরত খান সাহেব অত্যন্ত আদরের সাথে মাও: মুজিবুর রহমানকে বললেন, তোমার কাজ তুমি চালিয়ে যাও। আমি বুখারী সানী পড়াব। অনেকে ভাবছিল এবার মুজিবুর রহমান সাহেবের শায়খুল হাদীস পদ হাত ছাড়া হয়ে যাবে। কিন্তু খান সাহেব হুজুরের মহানুভবতা এতই উদার ছিল যে, শায়খুল হাদীস পদ ও পদবী এবং বুখারী আউয়াল পড়ানোর ব্যাপারটি ছিল তার কাছে গৌণ।
একজন আদর্শ পিতা : এদেশের ‘উলামায়ে কিরামের মাঝে চির ভাস্বর হয়ে থাকবেন মাওলান ‘আতাউর রহমান খান। কারণ তাঁর লিল্লাহিয়াত ছিল প্রশ্নাতীত। বর্তমান যুগের অনেক আলেমকে দেখা যায় তাদের ছেলে মেয়ে সন্তানদেরকে কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে। উচ্চতর ডিগ্রি গ্রহণের প্রতি খুবই আগ্রহী। কিন্তু আতাউর রহমান খান সাহেব তাঁর সন্তানদেরকে দ্বীনী শিক্ষায় শিক্ষিত করার প্রতি ছিলেন খুবই সচেতন। সবাইকে আগে কওমী মাদরাসায় পড়িয়েছেন। তারপর অন্যান্য শিক্ষা। আমার মনে আছে তাঁর বড় ছেলে ‘উবায়দুর রহমান খান (নাসিম) একদিন আমাদের কাছে একটি অভিব্যাক্তি প্রকাশ করে ছিলেন যে, নদওয়াতুল উলামা লখনৌর পথে রওয়ানা হওয়ার সময় বাবা বলেছিলেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে তোমাকে ছেড়ে দিলাম। বড় আলেম হয়ে ঘরে ফিরবে। একথা বলে দ‘ুফোটা অশ্রু ফেলে বিদায় দেন। গাড়ীর দিকে ফিরে তাকাননি।
আমার চেনা তাঁর চোখশীলতকারী ৫ ছেলে : ফলেই বৃক্ষের পরিচয়। হযরত মাওলানা আতাউর রহমান খান সাহেবের যোগ্য সন্তানদের দিকে তাকালে সে কথা আবার মনে পড়ে যায়। আমার প্রথম চেনা মাওলানা উবায়দুর রহমান খান নদভীকে। বর্তমান প্রজন্মের উলামায়ে কেরামের মাঝে এক নক্ষত্র স্বরূপ। বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় এক অনুসরণীয় ব্যক্তি। তিনি দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক। লেখা লেখির জগতে যাদেরই পদচারণা তারা সবাই তাকে একজন প্রথিতযশা লেখক ও সাহিত্যিক হিসেবে জানে। তিনি ঢাকার ফরিদাবাদ, যাত্রাবাড়ী মাদ্রাসা ছাড়াও সিলেট, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন জামেয়ায় অতিথি অধ্যাপক হিসেবে ইলমে দ্বীনের খেদমতে নিয়োজিত আছেন। দ্বিতীয় ছেলে মাওলানা মুফতী ওয়ালিউর রহমান খান ইসলামিক ফাউন্ডেশনের একজন স্বনামধন্য মুহাদ্দিস। শুধু পদেই তিনি মুহাদ্দিস নন। ইসলামিক ফাউন্ডেশনের উঁচু স্তরের সকল কাজে তাঁর অংশ গ্রহণ চোখে পড়ার মত। তৃতীয় ছেলে ড. মাওলানা খলীলুর রহমানের সাথে একবার এশিয়ান ইউনিভার্সিটির উত্তরা ক্যাম্পাসে দেখা হয় এবং দু’জন বেশ সময় আলাপ চারিতায় মেতে ওঠি। তাঁকেও কাছে থেকে দেখার সুযোগ পাই। চতুর্থ ছেলে মাওলানা রেজওয়ানুর রহমান খান ভালো আলেম ১টি মাদরাসার পরিচালক, সংগঠন ও কয়েকটি মাদরাসার সাথে জড়িত এবং আলআরাফাহ ইসলামি ব্যাংকের শেয়ার বিভাগের উপপ্রধান। ৫ম ছেলে মুহিব খান তো ইসলামী সংগীতের এক প্রবাদ পুরুষ। নতুন প্রজন্মের অহংকার। তার ইসলামী সংগীত যুবকদের মাঝে নতুন রেনেঁসার জন্ম দেয়। এ ছাড়া কাব্যে আল-কুরআনুল কারীমেরও তিনি অনুবাদ করে যাচ্ছেন। তিনি একজন সুবক্তা বটে। জানিনা তার অগগ্রতি কতটুকু। এঁরা সবাই কী কারণে জানি আমাকে খুব মহŸত করেন। পরকালীন নাজাতের জন্য যেই ধরনের সুসন্তানের কামনা করে মানুষ জার জার করে আল্লাহর দরবারে কান্না করে আমার মনে হয় খান সাহেব এ ব্যাপারে শতভাগ সফল হয়েছেন। পরিশেষে কামনা আল্লাহ মহান তাঁকে জান্নাতের আ‘লা মাকাম দান করুন। আমীন\



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ