Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেনাপোলে সোনার বারসহ আটক ১

| প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস
ভারতে পাচারের সময় গতকাল শুক্রবার বিকেলে বেনাপোলর বড়আচড়া সীমান্ত থেকে ১৪টি সোনার বার সহ এক পাচারকারীকে আটক করেছ বিজিবি সদস্যরা। আটককৃত ব্যক্তি কদর আলী (৩৫) বেনাপোলের দৌলতপুর গ্রামের মৃত আমানত মোড়লের ছেলে। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বড়আচড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বড়আচড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কদর আলীকে আটক করে। পরে তার দেহ তল্লাশী ১৪ টি সোনার বার সহ তাকে আটক করা হয়। আটক সোনার মূল্য ৫৬ লাখ টাকা বলে বিজিবি জানায়। উদ্ধারকৃত সোনারবার বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেওযা হয়েছে। আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ সোপর্দ করা হযেছে। এ ঘটনায় মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ