Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নলডাঙ্গায় খাল দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ, বিপাকে পাট চাষিরা

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সরকারী খাল অবৈধভাবে দখল করে বাঁধ দিয়ে নাটোরের নলডাঙ্গায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে মাছ চাষ করার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে অনুমতি ছাড়াই সোনাপাতিল গ্রামের জামতলী খাল অবৈধভাবে দখল করে মাছ চাষ করার প্রস্ততি নিয়েছেন স্থানীয় যুবলীগ নেতা আব্দুল মজিদ ভুট্টু। সরকারি ওই খালে বাঁধ দিয়ে মাছ চাষ করায় স্থানীয় কৃষকরা পাট জাগ দিতে না পারায় বিপাকে পড়েছেন। ভুক্তভোগি এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামে জামতলী নামের একটি সরকারি খাল রয়েছে। খালটির একাংশে স্থানীয় দুই মসজিদের উন্নয়নের জন্য সমাজের লোকজন ইজারা দেয়। খালের বাকি অংশ সবার জন্য উন্মুক্ত রাখা ছিল। প্রতিবছর বর্ষা মৌসুমে সেখানে স্থানীয় পাট চাষী সহজেই তাদের উৎপাদিত পাট জাগ দেওয়ার কাজে ব্যবহার করে আসছিল। কিন্তু এবার বর্ষা আসার আগেই স্থানীয় যুবলীগ নেতা আব্দুর মজিদ ভুট্টু সেই খালে মাছ চাষ করার জন্য মাটি দিয়ে বাঁধ দেয়। এতে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত পাট জাগ দিতে না পারায় বিপাকে পড়েছেন। এলাকাবাসী এই খালে বাঁধ দিতে বাধা দিতে গেলে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়ায় ভয়ে কেউ মুখ খুলছে না। এ জন্য খালটি উন্মুক্ত করে দেওয়ার জন্য স্থানীয় জনসাধারনের গণস্বাক্ষর নিয়ে পৌরসভার কাউন্সিলর মাহাবুর ইসলাম উপজেলা প্রশাসন, মৎস্য কর্মকর্তা বরাবর গত বৃহস্পতিবার লিখিত আবেদন করেছেন। এ ব্যাপরে যুবলীগ নেতা আব্দুল মজিদ ভুট্টুর সাথে মোবাইলে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রেজা হাসান জানান, ওই খালে মাছ চাষ করার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। কেউ যদি অবৈধভাবে খাল দখল করে মাছ চাষ করে তা হলে তদন্ত করে স্থানীয়দের দেওয়া অভিযোগের সত্যতা মিললে অচিরেই খালটি জনসাধারনের স্বার্থে উন্মুক্ত করার জন্য সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ