মুসলিম দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বাইডেন

নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও জাপান প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। পূর্ব এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই গত বৃহস্পতিবার উভয় দেশের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। ওয়াশিংটনে উচ্চ পদস্থ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসুনরি ওনোদেরা বলেন, উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় বৈঠকে আমরা চাপ বৃদ্ধি ও মিত্রদের সামর্থ্য বৃদ্ধিতে একমত হয়েছি। যুক্তরাষ্ট্রের আশঙ্কা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক বোমা কর্মসূচি অনেক এগিয়ে গেছে। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুয়ামে হামলার প্রস্তুতির ঘোষণা দেওয়া হয়েছিল। যদিও পরে উত্তর কোরীয় নেতা কিম জং উন এই হামলার সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাথিস, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জাপানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।