Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

রুশ সরকারের নথি ফাঁস না করার অভিযোগ অ্যাসাঞ্জের বিরুদ্ধে

| প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন সরকার ও বড় কর্পোরেশনগুলোর গোপন নথি ফাঁসকারী সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ উঠেছে রাশিয়ার সরকারের দুর্নীতির অনেক নথি প্রকাশ করা হচ্ছে না। অ্যাসাঞ্জ তা প্রকাশের ক্ষেত্রে অজুহাতের পর অজুহাত খাড়া করছেন। মার্কিন সংবাদমাধ্যম ফরেন পলিসি একটি চ্যাটের সূত্র ধরে এমনটি দাবি করেছে। যে সূত্র থেকে ফরেন পলিসি চ্যাটের তথ্য পেয়েছে সেই সূত্রের দাবি, এসব তথ্য প্রকাশ করা হলে রাশিয়ার সরকারের কর্মকাÐ বেরিয়ে আসত। মানুষ জানতে পারত রাশিয়ার গোয়েন্দা সংস্থা উইকিলিকসকে নিয়ন্ত্রণ করছে না। উইকিলিকসের অনেক কর্মী ও স্বেচ্ছাসেবী বা তাদের পরিবার রুশ সরকারের দুর্নীতি ও নির্মমতার শিকার হয়েছে। ওই সূত্র বলেন, আমরা নিশ্চিত ছিলাম উইকিলিকস এসব প্রকাশ করবে। কিন্তু অ্যাসাঞ্জ একের পর এক অজুহাত দেখিয়ে তা প্রকাশ করছেন না। খবরে বলা হয়েছে, উইকিলিকসের কাছে রুশ সরকারের যে নথি রয়েছে সেগুলোর পরিমাণ প্রায় ৬৮ গিগাবাইটের মতো। এসব নথির মধ্যে রয়েছে, ২০১৪ সালে ইউক্রেনে রুশ সরকারের ভূমিকা নিয়ে অনেকগুলো নথি। হ্যাকিংয়ের মাধ্যমে এসব নথি সংগ্রহ করা হয়েছে। উইকিলিকস দাবি করেছে, যেসব নথি প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করা হচ্ছে সেগুলো নিশ্চিত হওয়া যায়নি অথবা আগেই অন্য কোথাও প্রকাশিত হয়েছে। দেশ বিবেচনা করে কোনও নথি প্রকাশ থেকে বিরত থাকে না উইকিলিকস। বিজনেস ইনসাইডার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ