Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঈদ ধারাবাহিকে পূর্ণিমা

অভি মঈনুদ্দীন ঃ | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চিত্রনায়িকা পূর্ণিমা ঈদ উপলক্ষে বেশ কিছু নাটক টেলিফিল্মে অভিনয় করছেন। তবে এবার একটি ছয় পর্বের ঈদ ধারাবাহিক নাটকেও অভিনয় করতে দেখা যাবে। নাটকটি নির্মাণ করছেন তরুণ নাট্যনির্মাতা সাখাওয়াত মানিক। নাটকের নাম ‘রূপালি’। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন পূর্ণিমা। নাটকে তারসঙ্গে আরো অভিনয় করছেন জিয়াউল হাসান কিসলু, মিলি বাশার, মনিরা মিঠু, এফ এস নাঈম, নাদিয়া খান’সহ আরো বেশ ক’জন তরুণ অভিনয় শিল্পী। নাটকটি লিখেছেন শফিকুর রহমান শান্তনু। নাটকে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘গল্প ভাবনায় নতুনত্ব আছে। স্ক্রিপ্ট পড়ে ভালো লাগায় কাজটি করছি। তাছাড়া সাখাওয়াত মানিকের নির্দেশনায় এবারই প্রথম কোনো নাটকে কাজ করছি। কিসলু ভাই, মিঠু আপা, মিলি আপা, নাঈম, নাদিয়া সবাই মিলে একটি দারুণ টিমওয়ার্ক’র মধ্যদিয়েই আমরা গল্পটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আশা করছি, দর্শকের কাছে নাটকটি বেশ উপভোগ্য হবে।’ নির্মাতা সাখাওয়াত মানিক বলেন, ‘সাধারণ দর্শক হিসেবে আমি পূর্ণিমার ভীষণ ভক্ত। বলা যায় তিনি আমার ড্রীম গার্ল। সে কারণে যেদিন থেকে নির্মাণে এসেছি সেদিন থেকেই আমার স্বপ্ন ছিল তাকে নিয়ে একটি নাটক নির্মাণের। পূর্ণিমা আমার সেই স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার প্রতি আমি কৃতজ্ঞ। ঈদের দিন থেকে ষষ্ঠদিন পর্যন্ত একুশে টিভিতে ‘রূপালি’ দেখা যাবে। এদিকে পূর্ণিমা এরইমধ্যে শেষ করেছেন এস এ হক অলিকের ‘হঠাৎ প্রেম অনেক ভালোবাসা’, মাকসুদুর রহমান বিশালের ‘পোট্রেট’, সাইদুর রহমান রাসেলের ‘ও ঝরাপাতা’ নাটকের কাজ’সহ বাংলাভিশন ও মাছরাঙ্গা টিভির দুটি ম্যাগাজিন অনুষ্ঠানের কাজ। এছাড়া আরো দু’তিনটি নাটক’র কাজ শেষ করবেন ঈদ আসার আগেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ