Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতে ৪ রেল কর্মকর্তা বরখাস্ত

| প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে রেল মন্ত্রণালয়ের চার কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত ও আরো শীর্ষ তিন কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। এদের মধ্যে রেলওয়ে বোর্ডের সচিব পর্যায়ের একজন কর্মকতাও রয়েছেন। উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভয়াবহ রেল দুর্ঘটনার কারণে রোববার সন্ধ্যায় এসব কর্মকর্তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হয়। গত শনিবার ভয়াবহ এক রেল দুর্ঘটনায় ২৩ জন নিহত ও দেড়শ জন আহত হয়। রেলের ১৪টি বগি লাইনচ্যুত হয়। দায়িত্বে অবহেলার কারণ রেল দুর্ঘটনা ঘটার বিষয়টি খুঁজে পাওয়ায় চার প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত এবং রেলওয়ে বোর্ডের একজন সদস্য, নর্দার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজার ও ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে ছুটিতে পাঠানো হয়েছে। সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ