Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় ছুটছে বিএনপি

ফারুক হোসাইন : | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

টানা কয়েকদিনের বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে ভেসে গেছে দেশের উত্তর-পূর্বাঞ্চল। বানের পানিতে ঘর-বাড়ি, গবাদি পশু ডুবে যাওয়ায় সহায়-সম্বলহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। অর্ধাহার-অনাহারে দিনাতিপাত করছে বানভাসি মানুষেরা। সামান্য খাবারের জন্য হাহাকার দেখা দিয়েছে বন্যা দুর্গত এলাকায়। আশ্রয় কেন্দ্রগুলোতে সামান্য ত্রাণের জন্য চোখ মেলে থাকে বন্যা দুর্গতরা। দেশের এই প্রাকৃতিক দুর্যোগকালীন মুহূর্তে দলের সাংগঠনিক কার্যক্রম, সদস্য সংগ্রহ কর্মসূচি, দল গোছানোসহ অন্যান্য সব কাজ ফেলে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের নির্দেশনার পর থেকেই দুর্গত এলাকায় ছুটছেন বিএনপির কেন্দ্রীয় থেকে জেলা, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ডের নেতারা। বিশেষ করে আগামী নির্বাচনে যারা প্রার্থী হতে ইচ্ছুক এমন নেতারা দিন রাত পার করছেন বন্যা দুর্গত এলাকাগুলোতে। বন্যার্ত মানুষদের মাঝে সামর্থ অনুযায়ি ত্রাণ বিতরণের পাশাপাশি খোঁজ খবর নিচ্ছেন আক্রান্ত মানুষদের। প্রথম দিকে স্থানীয়ভাবে স্বল্প পরিসরে ত্রাণ বিতরণ কার্যক্রম থাকলেও কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে তা আরও জোরদার হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বায়ক ও দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে প্রধান সমন্বয়কারী এবং বিএনপি’র ত্রাণ বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিনকে সদস্য সচিব করে ত্রাণ কমিটি করেছে বিএনপি। এছাড়া বন্যা দুর্গত প্রতিটি বিভাগের জন্য পৃথকভাবে কমিটিও করা হয়।
বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণের পাশাপাশি দলের নেতাকর্মী ও স্বচ্ছল ব্যক্তিদের কাছ থেকে ত্রাণ সংগ্রহের জন্য খোলা হয় একটি ব্যাংক একাউন্ট। বিএনপির উদ্যোগে ত্রাণ সংগ্রহ এবং বিতরণ কার্যক্রম পুরোদমে চলছে জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা নেতাকর্মীসহ স্বচ্ছল ব্যক্তিদের কাছ থেকে বন্যাদুর্গত মানুষদের জন্য ব্যাপক সাড়া পাচ্ছি। সকলেই তাদের সামর্থ অনুযায়ি সহযোগিতা করছেন। বিএনপি নেতাকর্মীরাও ত্রাণ নিয়ে দুর্গত এলাকাগুলোতে ছুটছেন। আজও (গতকাল) বিএনপির কয়েকটি টিম কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, জামালপুর, শরিয়তপুরসহ কয়েকটি জেলায় ত্রাণ বিতরণ করছে বলে তিনি ইনকিলাবকে জানান। তার সাথে কথা বলার সময় তিনি নিজেও গতকাল ঠাকুরগাঁওয়ে ত্রাণ বিতরণ শেষে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।
বিএনপি সূত্রে জানা যায়, সারাদেশে ব্যাপক বন্যায় বন্যাদুর্গত অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপি গঠিত জাতীয় ত্রাণ ও পূনর্বাসন কমিটি নিয়মিত ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা দলের ত্রাণ তহবিলে নিজ নিজ সাধ্যমতো সাহায্য সহযোগিতা করছেন। এছাড়া বিএনপি’র বিভাগীয় ত্রাণ টিমগুলো বন্যাকবলিত প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দুর্গত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। গতকাল বিএনপি’র নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, রংপুর বিভাগীয় ত্রাণকমিটির আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ নেতৃবৃন্দ বিশেষ সভা করেছেন। সভায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ এবং বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যার যার সাধ্যমতো দলের ত্রাণ তহবিলে সাহায্য প্রদানের আহবান জানানো হয়।
দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ: দেশের উত্তর-পূর্বাঞ্চল বন্যা আক্রান্ত হওয়ার পর থেকেই দুর্গত এলাকায় ছুটছেন বিএনপির নেতাকর্মীরা। বন্যার পানিতে ঠাকুরগাঁও, দিনাজপুরের বিভিন্ন এলাকা ডুবে যাওয়ার পরপরই সেখানে ছুটে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের উদ্যোগেই সেখানে ত্রাণ বিতরণ করেন। তবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন অবস্থান দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান জানানোর পরপরই জোরদার হতে থাকে ত্রাণ বিতরণ কার্যক্রম। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জামালপুরে, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটে, নীলফামারিতে সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান জামান, সৈয়দপুরে বিএনপির রাজনৈতিক জেলার সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, দিনাজপুরে জেলা বিএনপির আহ্বায়ক এজেডএম রেজওয়ানুল হক, কুড়িগ্রামে জেলা বিএনপির সভাপতি তাজবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বানভাসি মানুষের কাছে ছুটে যান, বিতরণ করছেন ত্রাণ, ডুবতে থাকা এলাকা থেকে সাধারণ মানুষ ও গবাদি পশুকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করেন। পরবর্তীতে কেন্দ্রীয়ভাবে বিএনপির ত্রাণ কমিটি গঠন করার পর কেন্দ্রীয় অনেক নেতায় এখন ছুটছেন দুর্গত এলাকায়। গত সোমবার এবং গতকাল কুড়িগ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিরতণ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল বিএনপি’র জাতীয় ত্রাণ কমিটির আহবায়ক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে রংপুর বিভাগীয় টিম ঠাকুরগাঁও জেলার বন্যাদুর্গত এলাকায়, ত্রাণ ও পুনর্বাসন কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান এবং সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের নেতৃত্বে যুবদল টাঙ্গাইলের সদর উপজেলায়, বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে ময়মনসিংহ বিভাগীয় ত্রাণ টিম শেরপুরের সদর উপজেলায়, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে রংপুর বিভাগীয় ত্রাণ টিম সৈয়দপুর ও গাইবান্ধা জেলার বন্যাকবলিত এলাকায়, ত্রাণ বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিন এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু’র নেতৃত্বে রংপুর বিভাগীয় ত্রাণ টিম রংপুর জেলার বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। গত ১৯ আগস্ট নওগাঁ ৬ আসনের (রানীনগর- আত্রাই) বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন সাংবাদিক মামুন হোসেন স্ট্যালিন। এদিকে আজ ত্রাণ কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর নেতৃত্বে ময়মনসিংহ বিভাগীয় ত্রাণ টিম জামালপুর জেলাধীন ইসলামপুর উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। ২৪ আগস্ট যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এর নেতৃত্বে ঢাকা বিভাগীয় ত্রাণ টিম মানিকগঞ্জ জেলাধীন দৌলতপুর, ঘিওর, শিবালয়, হরিরামপুর ও সাটুরিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে, ২৫ আগস্ট দোহার ও নবাবগঞ্জ উপজেলায়, একই দিনে সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের ত্রাণ টিম বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। ত্রাণ বিরতণ কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের নেতাকর্মীরা বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণে সক্রিয় রয়েছেন। প্রতিদিনই দুর্গত এলাকাগুলোতে কোন না কোন টিম কাজ করছে। বিএনপি থেকে শুরু করে যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতারা কাজ করছেন। মহিলা দলের পৃথক টিমগুলোও দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করছেন বলে তিনি জানান।



 

Show all comments
  • রাশেদ ২৩ আগস্ট, ২০১৭, ১২:০৫ পিএম says : 0
    জনকল্যাণমূখী এই কার্যক্রম বিএনপিকে অব্যহত রাখতে হবে।
    Total Reply(0) Reply
  • অদ্রিকা অনুপমা ২৩ আগস্ট, ২০১৭, ১:০০ পিএম says : 0
    সরকার বন্যায় গৃহ হারানো প্রতিটি মানুষকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিলে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি

১৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ