Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্ষমতার অপব্যবহার হলে জনগণ ক্ষমা করবে না -ইসিকে খন্দকার মাহবুব হোসেন

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনই আপনাদের শেষ সুযোগ বলে নির্বাচন কমিশনকে (ইসি) হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, জনগণের কাছে আর কত ধিকৃত হবেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছুটা হলেও ভূমিকা রাখুন। আপনাদের (ইসি) যথেষ্ট সাংবিধানিক ক্ষমতা আছে। দয়া করে সেটা প্রয়োগ করুন। আর সেটি করতে না পারলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার হলে জনগণ আপনাদের ক্ষমা করবে নাÑ জনতার আদালতে আপনাদের বিচার হবে। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ইউপি নির্বাচনে সরকারের নিরপ্রেক্ষতা ও ইসির সক্ষমতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদকে উদ্দেশ করে খন্দকার মাহবুব হোসেন বলেন, আপনাদের এক্সটেনসনের একটা সীমা আছে। আপনারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছুটা হলেও ভূমিকা রাখুন। বর্তমান সরকার উন্নয়ন প্রকল্পের নামে বাণিজ্য করে দলের কিছু লোকের ভাগ্যের উন্নয়ন করছে বলেও মন্তব্য করেন বিএনপির এ আইনজীবী নেতা। খন্দকার মাহবুব আরো বলেন, ফখরুদ্দীন, মঈনউদ্দীনের করুণায় ক্ষমতায় আসা বর্তমান সরকার দুর্নীতি আর লুটপাট করে সারা দেশের মানুষকে আজ আতঙ্কিত করে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা উধাও হয়ে গেল, পৃথিবীর কোথাও এটা হয়নি। ২০২৪ সালের নির্বাচনেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যবের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ২০২৪ সাল নয়, চিরদিন থাকুন তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের এবং দেশের জনগণকে একটু শান্তিতে থাকতে দিন। আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সাবেক সংসদ সদস্য সৈয়দ আশিফা আশরাফ পাপিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষমতার অপব্যবহার হলে জনগণ ক্ষমা করবে না -ইসিকে খন্দকার মাহবুব হোসেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ