Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেপজার লক্ষ্যমাত্রা অতিক্রম

| প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ২০১৬-১৭ অর্থবছরে বিনিয়োগ, রপ্তানী ও কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। গত অর্থবছরে বেপজা বিনিয়োগ আকর্ষণ করেছে ৩৪৩.৭১ মিলিয়ন মার্কিন ডলার, ৮ টি ইপিজেডের চালু শিল্প প্রতিষ্ঠানসমূহ হতে রপ্তানী হয়েছে ৬৫৪৯.৩৭ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে ২৬,৬৩৮ জন বাংলাদেশি নাগরিকের। বেপজা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে সম্পাদিত ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুসারে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ, ৬২০০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানী আয় এবং ২৫০০০ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। জুন ২০১৭ পর্যন্ত বেপজায় ৪৬৪ টি শিল্প প্রতিষ্ঠান চালু এবং ১২৭ টি বাস্তবায়নাধীন রয়েছে। ২০১৬-১৭ অর্থবছর শেষে বেপজার ক্রমপঞ্জিভূত বিনিয়োগ দাঁড়িয়েছে ৪৩৪১.২৫ মিলিয়ন মার্কিন ডলার এবং রপ্তানী হয়েছে ৫৯,৩৬৬.৮৫ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য। দেশের ৮টি ইপিজেডে কর্মরত ৪,৭৯,১৮১ জন বাংলাদেশি নাগরিক বিশ্বখ্যাত ব্র্যান্ড পণ্য উৎপাদন করছে। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ