Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নারী ও শিশু নির্যাতন বন্ধে সামগ্রীকভাবে চেষ্টা চালাচ্ছে সরকার - মেহের আফরোজ চুমকি, এমপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এম.পি বলেছেন, বাংলাদেশে বর্তমানে উন্নয়নের জোয়ার বইছে। আর এই উন্নয়নের কারণে নারীরা ঘর থেকে বেরিয়ে আসছে, পাশাপাশি বর্তমানে নারী ও শিশু নির্যাতনের ঘটনার রিপোটিং বাড়ছে। সরকার নারী এবং শিশুর জন্য একটি নিরাপদ সমাজ ব্যবস্থা নির্মানে সামগ্রীক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, নির্যাতিত নারীর বিচার নিশ্চিত করতে প্রধানতম অন্তরায় সন্দেহাতীত ভাবে অপরাধ প্রমান করতে না পারা। বাবা যখন তার মেয়েকে ধর্ষন করে সেক্ষেত্রে স্বাক্ষী এবং প্রমানের মাধ্যমে অপরাধ প্রমান করা খুবই কঠিন হয়ে যায়। এক্ষেত্রে অপরাধী নিজেকে নির্দোষ প্রমান করতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় আইন করার চিন্তা ভাবনা করছে সরকার। গতকাল বাংলাদেশ শিশু একাডেমীর মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে নারী ও শিশু নির্যাতন বন্ধে করণীয় নির্ধারণে জিও, এনজিও এবং সুশিল সমাজের সাথে এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি এর সভাপতিত্বে এ সভায় সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং সুশিল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। উল্লেখ্য মতবিনিময় সভার পূর্বে প্রতিমন্ত্রী বাংলাদেশ শিশু একাডেমীর ডিজিটাল হাজিরা ব্যবস্থার উদ্ভোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী ও শিশু নির্যাতন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ