Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নতুন চলচ্চিত্রে সুষমা সরকার

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : পনেরো বছরেরও বেশি সময় ধরে অভিনয়ের সাথে যুক্ত ধামরাইয়ের মেয়ে সুষমা সরকার। টিভি নাটকে এবং বিজ্ঞাপনে নিয়মিত দেখা গেলেও, এ পর্যন্ত তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি চতুর্থ চলচ্চিত্রের কাজ শুরু করেছেন। রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং বাড়িতে এর শূটিং চলছে। আব্দুল আজিজ ও বাবা জাদব পরিচালিত ‘বাদশা’ চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সুষমা। তার বিপরীতে আছেন ফেরদৌস। ‘বাদশা’ চলচ্চিত্রে কাজ করা নিয়ে বেশ উচ্ছসিত সুষমা। তিনি বলেন, ‘আমি যে ক’টি চলচ্চিত্রে কাজ করেছি প্রত্যেকটি চলচ্চিত্র দর্শকপ্রিয়তা পেয়েছে। হোক তা সংখ্যায় কম। কিন্তু আলোচিত চলচ্চিত্র। বাদশা নিয়েও আমি দারুণ আশাবাদী। কারণ বাদশা’র গল্প আমার কাছে খুবই ভালোলেগেছে। গল্প পড়েই মুগ্ধ আমি। আমি কৃতজ্ঞ জাজে’র কর্ণধার আজিজ ভাইয়ের কাছে। চেষ্টা করবো আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে।’ এদিকে এর আগে সুষমা তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেগুলো হচ্ছে নূরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’, সানিয়াত হোসেনের ‘অল্প অল্প প্রেমের গল্প’ ও শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’। অন্যদিকে সুষমা অভিনীত সালাহ উদ্দিন লাভলু পরিচালিত ‘ভিলেজ ইঞ্জিনিয়ার’ আরটিভিতে, অরণ্য আনোয়ার পরিচালিত ‘দহন’ এটিএন বাংলায় এবং সকাল আহমেদ পরিচালিত ‘থার্ড আই’ একুশে টিভিতে প্রচার হচ্ছে। এছাড়া সুষমা নতুন চারটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। নাটকগুলো হচ্ছে সুমন আনোয়ারের ‘স্বর্ণলতা’, ‘গø্যামার ওয়ার্ল্ড’, নাজনীন হাসান চুমকীর ‘নাগর দোলা’ এবং অরন্য আনোয়ারের ‘বহুরূপী’। প্রতিটি নাটকেই ভিন্ন ভিন্ন চরিত্রে সুষমার উপস্থিতি দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন চলচ্চিত্রে সুষমা সরকার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ